27 C
আবহাওয়া
৪:৫১ অপরাহ্ণ - নভেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » হরিণের করোনা শনাক্ত

হরিণের করোনা শনাক্ত

হরিণের করোনা শনাক্ত

বিএনএ, ঢাকা : এবার প্রথম বারের মতো হরিণের করোনা শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। শুক্রবার যুক্তরাষ্ট্র সরকারের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ জানায়, দেশটির ওহাইয়ো রাজ্যের বুনো সাদা লেজযুক্ত হরিণের করোনা পজিটিভ হয়েছে। তবে হরিণটির করোনার কোনো উপসর্গ নেই। ওহাইয়ো স্টেট ইউনিভার্সিটির কলেজ অব ভেটেরিনারি মেডিসিন চলমান গবেষণার অংশ হিসেবে আক্রান্ত হরিণটির নমুনা সংগ্রহ করেছে।

বিভাগটির মুখপাত্র বলছেন,  এটি সম্ভবত কোনো মানুষ, বুনো হরিণ বা অন্য কোনো প্রাণীর মাধ্যমে সংক্রমিত হয়েছে।এর আগে বিশ্বে যেসব প্রাণির করোনা শনাক্ত হয়েছে তারা সবাই করোনা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এসেছিল।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র্রের কৃষি বিভাগটি কুকুর, বিড়াল, বাঘ, সিংহ, তুষার চিতা, ভোঁদড়, গরিলা এবং বেজি জাতীয় প্রাণির করোনা সংক্রমণের তথ্য জানিয়েছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ