16 C
আবহাওয়া
১০:৪৮ অপরাহ্ণ - জানুয়ারি ১, ২০২৫
Bnanews24.com
Home » প্রিগোজিনকে রাশিয়ায় দেখা গেছে

প্রিগোজিনকে রাশিয়ায় দেখা গেছে


বিএনএ, বিশ্বডেস্ক : সেন্ট পিটার্সবার্গে আফ্রিকা-রাশিয়া শীর্ষ সম্মেলনের সময় তোলা ছবিতে রুশ ভাড়াটে সেনাদল ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোজিনকে দেখা গেছে। খবর বিবিসির।

ফেসবুকে পোস্ট করা একটি ছবিতে দেখা যায়, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের (সি এ আর) রাষ্ট্রদূত ফ্রেডি মাপুকার সাথে হাত মেলাচ্ছেন প্রিগোজিন।

ছবিটি ফেসবুকে পোস্ট করেন দিমিত্রি সিটি – যিনি সিএআরে ওয়াগনারের কার্যক্রমের ব্যবস্থাপক বলে খবরে বলা হয়।

জুন মাসে ওয়াগনারের ব্যর্থ বিদ্রোহের পর এই প্রথম রাশিয়ার ভেতরে প্রিগোজিনকে নিশ্চিতভাবে দেখা গেল।

শনাক্তকরণ প্রযুক্তি ব্যবহার করে, এবং অন্যান্য তথ্যপ্রমাণ মিলিয়ে দেখে বিবিসি ভেরিফাই নিশ্চিত করেছে যে সেন্ট পিটার্সবার্গের ট্রেজিনি প্যালেস হোটেলে মাপুকা ও প্রিগোজিনের এই সাক্ষাত হয়।

হীরার খনি-সমৃদ্ধ মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে এখন বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধে সরকারকে সহায়তা করছে ওয়াগনার বাহিনীর ভাড়াটে যোদ্ধারা।

এর আগে গত সপ্তাহে প্রিগোজিনকে বেলারুসে দেখা গিয়েছিল। টেলিগ্রামের একটি চ্যানেলে এক ভিডিওতে দেখা যায়, প্রিগোজিন যোদ্ধাদের স্বাগত জানাচ্ছেন এবং ইউক্রেনে যুদ্ধক্ষেত্রে সম্প্রতি যা ঘটছে তার সমালোচনা করছেন।

তিনি এমন আভাসও দেন যে ওয়াগনার পরে কোন এক সময় ওই যুদ্ধে আবার যোগ দিতে পারে।

বিএনএনিউজ/এইচ.এম/হাসনাহেনা

Loading


শিরোনাম বিএনএ