17 C
আবহাওয়া
১১:৩৭ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » আ.লীগ-বিএনপি ছাড়াও রাজধানীতে যাদের সমাবেশ

আ.লীগ-বিএনপি ছাড়াও রাজধানীতে যাদের সমাবেশ

সমাবেশ

বিএনএ ডেস্ক: বর্তমান সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীন নির্বাচনের দাবিতে শুক্রবার (২৮ জুলাই) দুপুর দুইটায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ শুরু হবে। আড়াইটায় আওয়ামী লীগের তিন ভ্রাতৃপ্রতিম সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের সমাবেশ শুরু হবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে।

এদিকে, বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা ছয়দলীয় জোট গণতন্ত্র মঞ্চসহ ৩৭টি দলও আজ একই দাবিতে পৃথকভাবে সমাবেশ করবে।

ক্ষমতাসীন দল ও বিরোধী দলের সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় রাজনৈতিক নেতাকর্মীদের তৎপরতা দেখা যাবে। সমাবেশে যোগ দিতে আসা নেতাকর্মীরা দুপুরের আগে থেকেই জমায়েত শুরু করবে বলে ধারণা করা হচ্ছে।

গণতন্ত্র মঞ্চের সমাবেশ বেলা তিনটায় মৎস্য ভবন থেকে শিল্পকলা একাডেমির সামনের সড়কে অনুষ্ঠিত হবে। ১২-দলীয় জোটের সমাবেশ বিজয়নগর পানির ট্যাংকের সামনে বেলা তিনটায়। জাতীয়তাবাদী সমমনা জোটের সমাবেশ বেলা ১১টায় বিজয়নগরের আল-রাজী কমপ্লেক্সের সামনে শুরু হবে। এলডিপি বেলা তিনটায় সমাবেশ শুরু করবে কারওয়ান বাজারে এফডিসি-সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে।

গণফোরাম ও পিপলস পার্টি বেলা তিনটায় মতিঝিলে নটরডেম কলেজের উল্টো পাশে এবং এবি পার্টি বেলা ১১টায় বিজয়নগরের বিজয়-৭১ চত্বরে প্রতিবাদী অবস্থান ও বিক্ষোভ করবে। গণঅধিকার পরিষদের (নুরুল-রাশেদ) বিক্ষোভ সমাবেশ পল্টনে প্রিতম-জামান টাওয়ারে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শুরু হবে। গণঅধিকার পরিষদ (কিবরিয়া-ফারুক) সমাবেশ করবে বিকেল চারটায় জাতীয় প্রেসক্লাবের সামনে। বাংলাদেশ লেবার পার্টির সমাবেশ বিজয়নগর পানির ট্যাংকের সামনে বেলা সাড়ে তিনটায়। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম সংগঠন ইসলামী যুব আন্দোলন পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার কথা রয়েছে।

যেসব শর্তে সমাবেশের অনুমতি

ডিএমপি কমিশনারের পক্ষ থেকে বিএনপি ও আওয়ামী লীগের তিন সহযোগী সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগকে পাঠানো আলাদা চিঠিতে ২৩টি করে শর্তের কথা বলা হয়। স্থানের শর্ত ছাড়া দু’দলের জন্য ২৩ শর্তের প্রায় সব একই।

বিএনএনিউজ২৪/ এমএইচ/ হাসনাহেনা

Loading


শিরোনাম বিএনএ