Bnanews24.com
Home » রাঙ্গামাটির কর্ণফুলী নদীতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার
পার্বত্য চট্টগ্রাম সব খবর

রাঙ্গামাটির কর্ণফুলী নদীতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

মরদেহ উদ্ধার

বিএনএ, চট্টগ্রাম :রাঙ্গামটির কর্ণফুলীতে  নিখোঁজ তন্ময় দাস (১৯) নামে এক পর্যটকের মরদেহ উদ্ধার করেছে নৌবাহিনীর ডুবুরিরা।শুক্রবার (২৮ মে) বিকেল সাড়ে ৫টার দিকে তন্ময় কাপ্তাই উপজেলার ৩ নম্বর চিৎমরম ইউনিয়নের সীতারঘাট মন্দির সংলগ্ন হ্রদের পানিতে নেমে নিখোঁজ হন।তিনি চট্টগ্রাম শহরের খুলশী থানাধীন টাইগারপাসের সুবল দাসের ছেলে।

নিখোঁজের মাসিতো ভাই কৃষ্ণ নাথ জানায়, চট্টগ্রাম থেকে তন্ময়সহ তারা মোট ৯ জন কর্ণফুলী নদীর ধারে অবস্থিত সীতার ঘাট মন্দিরে ঘুরতে আসে। তারা মন্দির দর্শনের পর বিকাল ৪.৩০ মিনিটে পাশ্ববর্তী ঘাটে কর্ণফুলী নদীতে গোসল করতে নামে। এক পর্যায়ে চোখের পলকে হঠাৎ কর্ণফুলী নদীতে নিখোঁজ হয়ে যায় তন্ময়। পরে তার বন্ধুরা অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে সরকারের জরুরী সেবা ৯৯৯ নাম্বারে কল দেয়। পরে বিষয়টি কাপ্তাই ফায়ার সার্ভিসকে অবগত করলে তৎক্ষনাৎ ঘটনাস্থলে ছুটে আসেন কাপ্তাই ফায়ার সার্ভিস এর লিডার ধীমান বড়ুয়ার নেতৃত্বে ফায়ার সার্ভিস কর্মীরা। তারা এসে নিখোঁজ হওয়া তন্ময়কে খোঁজাখুজি শুরু করে এবং রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের ডুবুরীদের খবর দেয়।পরে ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।

বিএনএ/ ওজি