19 C
আবহাওয়া
৮:২৯ অপরাহ্ণ - জানুয়ারি ২৪, ২০২৫
Bnanews24.com
Home » ব্রিটেনের রানীর প্রাসাদে অস্ত্রসহ যুবক আটক

ব্রিটেনের রানীর প্রাসাদে অস্ত্রসহ যুবক আটক

ব্রিটেনের রানীর প্রাসাদে অস্ত্রসহ যুবক আটক

বিএনএ ডেস্ক : বড়দিনের সকালবেলা যখন সবাই দিনটি উদযাপনে ব্যস্ত সে সময় এক যুবক ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের  বাড়ির সুরক্ষিত স্থান দিয়ে অস্ত্র নিয়ে প্রবেশের চেষ্টা করছিল।বার্কশায়ারের ক্যাসেলের সামনে থেকে শনিবার(২৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে তাকে  গ্রেফতার করা হয়েছে । গ্রেফতারকৃত যুবকের বয়স ১৯ বছর।  সে সাউথাম্পটনের বাসিন্দা । তবে তার সম্পর্কে বাকি কিছু জানায়নি পুলিশ।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে,  সাধারণত বাকিংহাম প্যালেসে বড়দিন উদযাপনে করলেও এ বছর উইন্সর ক্যাসেলে বড়দিন উদযাপন করছেন রানী।
বিষয়টি নিয়ে রাজ পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, রানীর বাড়ির চারপাশে আইনশৃঙ্খলা বাড়ানো হয়েছে। তাই বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।

এদিকে ২৫ ডিসেম্বর বড়দিনে সকালবেলায় রাজ পরিবারের অন্য সদস্যদের রানীর প্রাসাদের সেন্ট জর্জ চ্যাপেলে ক্রিসমাস পালন করতে দেখা যায়।স্বামী প্রিন্স ফিলিপের মৃত্যুর পর এবারই প্রথম একাকী ক্রিসমাস পালন করছেন রানী দ্বিতীয় এলিজাবেথ।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ