26 C
আবহাওয়া
৭:৪৮ পূর্বাহ্ণ - মে ৯, ২০২৪
Bnanews24.com
Home » হেলমান্দে দাড়ি কাটায় নিষেধাজ্ঞা তালেবানের

হেলমান্দে দাড়ি কাটায় নিষেধাজ্ঞা তালেবানের

হেলমান্দে দাড়ি কাটায় নিষেধাজ্ঞা তালেবানের

বিএনএ, বিশ্বডেস্ক : আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে দাড়ি কাটার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে স্থানীয় তালেবান প্রশাসন। নাপিতদের ওপর এ নিষেধাজ্ঞা দিয়েছে গোষ্ঠীটি। রাজধানী কাবুলের কিছু নাপিতও একই নির্দেশনা পেয়েছেন বলে জানিয়েছেন।
বিবিসির খবরে বলা হয়, তালেবান বলছে, দাড়ি শেভ বা ছাটাই করা ইসলাম পরিপন্থি বা শরিয়াহ আইন লঙ্ঘন করে। আর যদি কেউ এ আইন অমান্য করে তাহলে তাকে কঠোর শাস্তি দেওয়া হবে।

হেলমান্দ প্রদেশের সেলুনগুলোতে একটি করে নোটিশ ঝুলিয়ে দিয়েছে তালেবান কর্মকর্তারা। সেটিতে বলা হয়েছে, চুল ও দাড়ি কাটার ক্ষেত্রে নাপিতদেরকে অবশ্যই শরিয়াহ আইন অনুসরণ করতে হবে। কেউ এই নোটিশের বিরুদ্ধে অভিযোগ করতে পারবে না এবং সেই অধিকার কারো নেই।

কাবুলের একজন নাপিত বলেন, ‘তালেবান যোদ্ধারা আসছেন এবং দাড়ি কাটা বন্ধ করতে নির্দেশ দিচ্ছেন। তাদের মধ্যে একজন আমাকে বলেছে, তারা আমাদের ধরতে সাদা পোশাকে ইন্সপেক্টর পাঠাবে।’

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ