34 C
আবহাওয়া
১:০১ অপরাহ্ণ - এপ্রিল ১৯, ২০২৪
Bnanews24.com
Home » “আমি এক অস্পষ্ট ভবিষ্যতের মুখোমুখি”

“আমি এক অস্পষ্ট ভবিষ্যতের মুখোমুখি”

"আমি এক অস্পষ্ট ভবিষ্যতের মুখোমুখি

বিএনএ, বিশ্বডেস্ক : নীলব। আফগানিস্তানের এক নারী বিনিয়োগকারী্ ।তিনি বলেন, “আমি এক অস্পষ্ট ভবিষ্যতের মুখোমুখি”
এক বছর আগে নারীদের জন্য একটি ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্র খুলেছিলেন তিনি। যা এখন বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।

নীলব বলেন, গাড়ি চালানো শিখতে ইচ্ছুক ত্রিশেরও বেশি নারীর আগ্রহ থাকা সত্ত্বেও গত এক মাসে কোনো মেয়ে বা মহিলা প্রশিক্ষণ কেন্দ্রে যায়নি।

কেন্দ্রে প্রশিক্ষণপ্রাপ্ত মুগদা বলেন, নারীদের তাদের কাজ এবং দক্ষতা তৈরির কাজ চালিয়ে যেতে হবে। “আমার লক্ষ্য ছিল গাড়ি চালানো, নিজের দুই পায়ে দাঁড়ানো এবং কারও উপর নির্ভর না করা।”
গিতি বলেন,“শুধু আমি নই, সমস্ত আফগান নারী ও মেয়েদের কিছু বিশিষ্ট লক্ষ্য আছে। তারা অভাবী হতে চায় না।

এর মধ্যে তালেবান কর্মকর্তারা ঘোষণা করেন যে নারীদের ইসলামী আইন অনুযায়ী কাজ ও অধ্যয়নের অনুমতি আছে। সাংস্কৃতিক কমিশনের সদস্য সাইয়েদ খোস্তি বলেন, “নারীরা ইসলামিক কাঠামোর উপর ভিত্তি করে যে কোন ক্ষেত্রে কাজ করতে পারে।”
কিন্তু তালেবানরা এখন পর্যন্ত মেয়েদের মাধ্যমিক স্কুলে যেতে দেয়নি।
বিএনএ/ ওজি
তথ্যসূত্র: টোলো নিউজ

Loading


শিরোনাম বিএনএ