বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের আগ্রাবাদে নালায় পড়ে নিখোঁজ হয়েছে ইয়াছিন আরাফাত নামে দেড় বছরের এক শিশু। রোববার (২৭ আগস্ট) বিকালে নগরীর উত্তর আগ্রাবাদ রঙ্গীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ শিশু ইয়াছিন আরাফাত ওই এলাকার সাদ্দাম হোসেনের ছেলে।
খবর পেয়ে উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা।
আরও পড়ুন: চট্টগ্রামে পাহাড় ধসে বাবা-মেয়ে নিহত
আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক এমডি আবদুল মালেক জানান, রোববার বিকেলে ওই শিশু কেএম হাশিম টাওয়ার এলাকায় নালার ভেতর তলিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালাচ্ছে। এখনও শিশুটির খোঁজ মেলেনি। উদ্ধার কাজ চলছে।
উল্লেখ, এর আগে ৭ আগস্ট নগরীর এক নম্বর ওয়ার্ডে হাটহাজারীর ফতেহপুরের নন্দীরহাট এলাকায় বাসার সামনে জলাবদ্ধতায় ডুবে মারা যান কলেজ শিক্ষার্থী নিপা পালিত।
গত বছরের ৬ ডিসেম্বর বোতল কুড়াতে গিয়ে নালায় নিখোঁজ হয় কামাল নামে ১২ বছরের এক শিশু। তলিয়ে যাওয়ার তিন দিন পর মির্জা খালে তার মরদেহ পাওয়া যায়।
২০২১ সালের ২৫ আগস্ট জলাবদ্ধতার সময় রাস্তা পার হতে গিয়ে মুরাদপুর এলাকায় নালায় পড়ে নিখোঁজ হন সালেহ আহমেদ নামে একজন সবজি বিক্রেতা। এখন পর্যন্ত তার মরদেহের সন্ধান মেলেনি।
এর কয়েকদিন পর ৩০ সেপ্টেম্বর আগ্রাবাদ এলাকায় নালায় পড়ে মারা যান কলেজ শিক্ষার্থী সেহরীন মাহমুদ সাদিয়া।
৯ জুন নগরের আমিন জুট মিল এলাকায় নালায় পড়ে মারা যায় আল আমীন নামে এক শিশু।
একই বছরের ৩০ জুন ষোলোশহর চশমা হিল এলাকায় খালে রিকশা পড়ে মারা যান চালক সুলতান ও যাত্রী খাদিজা বেগম।
আরও পড়ুন: দ্বাদশ সংসদ নির্বাচনের হালচাল: সংসদীয় আসন-১৮৭ (ঢাকা-১৪)
বিএনএনিউজ/বিএম