22 C
আবহাওয়া
১:১৮ পূর্বাহ্ণ - নভেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » গুইমারার সিন্দুকছড়িতে পাহাড় ধস

গুইমারার সিন্দুকছড়িতে পাহাড় ধস

গুইমারার সিন্দুকছড়িতে পাহাড় ধস

বিএনএ, খাগড়াছড়ি: খাগড়াছড়ির গুইমারা উপজেলার পঙ্খীমুড়াতে অতিবৃষ্টির কারণে পাহাড় ধসে রাস্তার উপরে পড়ে যাওয়ায় গুইমারা-মহালছড়ি সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।

রোববার (২৭ আগস্ট) সকালে সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান গুইমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেমং মারমা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব চৌধুরী।

আরও পড়ুন: চট্টগ্রামে পাহাড় ধসে বাবা-মেয়ে নিহত

এ সময় উপস্থিত ছিলেন সিন্ধুকছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেদাক মারমা, আওয়ামী লীগ নেতা মো. শাহ আলম।

উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তার তড়িৎ পদক্ষেপে বুলড্রোজার দিয়ে মাটি সরানোর কাজ শুরু করে। সে সময় বাংলাদেশ সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোনের সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা যোগদান করে। বর্তমানে যান চলাচল শুরু হয়েছে।

তবে পরিপূর্ণ রাস্তা পরিস্কার হতে আরও দুইদিন লাগবে বলে জানা গেছে।

আরও পড়ুন: রাউজানে বিষাক্ত সাপের দংশনে গৃহবধূর মৃত্যু

বিএনএনিউজ/আনোয়ার হোসেন,বিএম

Loading


শিরোনাম বিএনএ