37 C
আবহাওয়া
২:৩৪ অপরাহ্ণ - জুন ৩, ২০২৩
Bnanews24.com
Home » প্রত্যাহারের ঘোষণা দিয়েও নির্বাচিত!

প্রত্যাহারের ঘোষণা দিয়েও নির্বাচিত!


বিএনএ, গাজীপুর : দলীয় বহিষ্কার সিদ্ধান্তে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। কিন্তু নির্বাচন শেষে দেখা গেল বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। গাজীপুর সিটি কর্পোরেশ নির্বাচনে এক কাউন্সিলর পদে এ ঘটনা ঘটে।

২৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন বিএনপির সদর মেট্রো থানা বিএনপির সভাপতি (বহিস্কৃত) মহানগরের মো. হাসান আজমল ভুইয়া।

দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচনে অংশ নিলে দল তাকে সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের ২৯জনকে আজীবনের জন্য বহিস্কার করে।

এর এক সপ্তাহ আগে নির্বাচনে অংশ নেওয়া বিভিন্ন পর্যায়ের মোট ৩০জন নেতাকে কারণ দর্শানোর নোটিশ করে কেন্দ্রীয় বিএনপি এবং ২৪ ঘন্টার মধ্যে ওই নোটিশের জবাব দিতে বলা হয়।

নোটিশের জবাবও দিয়েছিলেন হাসান আজমল ভূঁইয়া। কিন্তু দল তার জবাবে সন্তুষ্ঠ হতে পাড়েনি। ফলে তাকে দল থেকে বহিস্কার করা হয়।

নির্বাচনের তিনদিন আগে এক সংবাদ সম্মেলন করে তার নিজ প্রার্থীতা প্রত্যাহার করে নির্বাচনী মাঠ থেকে সড়ে দাঁড়ান। তবে ব্যালটে তার প্রতীক থেকে যায়।

বৃহস্পতিবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হলে তার প্রতীক লাটিম ৫ হাজার ৩৫২ ভোট আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাহিদ হোসেন পেয়েছেন ২ হাজার ১৬০ ভোট।

বিএনএনিউজ/এইচ.এম।

Total Viewed and Shared : 12,495 


শিরোনাম বিএনএ