37 C
আবহাওয়া
৪:৪৩ অপরাহ্ণ - এপ্রিল ২৭, ২০২৪
Bnanews24.com
Home » বিমান থেকে ফেলা ত্রাণ নিতে গিয়ে ১৮ জন নিহত

বিমান থেকে ফেলা ত্রাণ নিতে গিয়ে ১৮ জন নিহত

বিমান থেকে ফেলা ত্রাণ সংগ্রহ করতে গিয়ে ১৮ জন নিহত

বিশ্ব ডেস্ক:  বিমান থেকে ফেলা ত্রাণ নিতে গিয়ে ১৮ জন নিহত হয়েছে গাজা উপত্যকায়। স্থল পথে ব্যাপক ত্রাণ সরবরাহে ইসরায়েলের বাঁধার কারণে যুক্তরাষ্ট্রসহ বেশকিছু দেশ  বিমান থেকে ফেলা ত্রাণের চাল, গম, ডাল, ও অন্যান্য শুকনো খাবারের বস্তা ফেলছে। এ সব বস্তার আঘাতে গাজা উপত্যকায় সোমবার (২৫মার্চ) ১২ জন নিহত হয়েছে। এ সময় এ বস্তা সংগ্রহ করতে হুড়োহুড়ির কারণে পদদলিত হয়ে আরও ৬ জনের প্রাণহানি ঘটেছে।

এদিকে ত্রাণ নিতে গিয়ে ১৮ জন নিহত হবার পর হামাসের পক্ষ থেকে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি অনুরোধ করে বলা হয়েছে,  দয়া করে বিমান থেকে ত্রাণের বস্তা ফেলা বন্ধ করুন। তার পরিবর্তে সড়ক পথে ত্রাণ পাঠানোর ক্ষেত্রে যেসব প্রতিবন্ধকতা রয়েছে, সেসব দূর করতে পদক্ষেপ নিন।

প্রায় ২২ লাখ মানুষ অধ্যুষিত গাজা উপত্যকার এক তৃতীয়াংশ মানুষ জাতিসংঘ ও অন্যান্য দাতা দেশ ও গোষ্ঠীগুলোর ত্রাণের ওপর সরাসরি নির্ভরশীল। গাজা উপত্যকায় অভিযান শুরুর সময় থেকে সেখানে স্থল পথে ত্রাণ সরবরাহে বাঁধা দিচ্ছে ইসরায়েল। আল জাজিরা।

বিএনএ,এসজিএন/হাসনা

Loading


শিরোনাম বিএনএ