20 C
আবহাওয়া
৭:১১ পূর্বাহ্ণ - নভেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » জাতীয় নির্বাচন সুষ্ঠু করতে বেস্ট অ্যাফোর্ট দেয়া হবে: সিইসি

জাতীয় নির্বাচন সুষ্ঠু করতে বেস্ট অ্যাফোর্ট দেয়া হবে: সিইসি

জাতীয় নির্বাচন সুষ্ঠু করতে বেস্ট এফোর্ট দেয়া হবে: সিইসি

বিএনএ ডেস্ক, ঢাকা: আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু করতে বেস্ট অ্যাফোর্ট দেয়ার কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

রবিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। সিইসি বলে, প্রতিটি নির্বাচনই একটি চ্যালেঞ্জ। তাই বলে ভয় পেলে চলবে না। নির্বাচন শুধু কমিশন একা করে না। এটি একটি বিশাল কর্মযজ্ঞ। অনেকে জড়িত থাকে এর সাথে। সকলে সহযোগিতা করলে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেয়া সম্ভব।

সিইসি বলেন, সকলের সহযোগিতাগুলো আদায় করে নেয়াও নির্বাচন কমিশনের দায়িত্ব। সে চেষ্টাও থাকবে।

শপথ নিলেন সিইসি
শপথ নিলেন সিইসি

কাজী হাবিবুল আউয়াল বলেন, তাদের উপর যে দায়িত্ব অর্পিত হয়েছে, তা সঠিক ও ন্যায়সঙ্গতভাবে পালনের জন্য সকলের নিকট সহযোগিতা চান তিনি। বলেন, শপথের প্রতি অনুগত থেকে সকল দায়িত্ব পালনের চেষ্টা থাকবে।

সিইসি বলেন, আগামী জাতীয় নির্বাচন সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে করাই মূল উদ্দেশ্য থাকবে কমিশনের।

সোমবার নির্বাচন ভবনে প্রথম বৈঠকে বসবে নতুন কমিশন। সেখানে অন্যান্য কমিশনারদের সঙ্গে আলোচনা করে করণীয় ঠিক করবেন বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ