22 C
আবহাওয়া
৫:১৭ পূর্বাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৪
Bnanews24.com
Home » নির্বাচনী প্রচারণা: সাতকানিয়ার খাগড়িয়ায় গুলিবিদ্ধসহ আহত ১৫

নির্বাচনী প্রচারণা: সাতকানিয়ার খাগড়িয়ায় গুলিবিদ্ধসহ আহত ১৫

নির্বাচনী প্রচারণা: সাতকানিয়ার খাগড়িয়ায় গুলিবিদ্ধসহ আহত ১৫

সাতকানিয়া প্রতিনিধি : সাতকানিয়া উপজেলার খাগরিয়ায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগে হামলার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার(২৭ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় খাগরিয়া গনিপাড়া ভোরবাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় গুলিবিদ্ধসহ ১৫ জন আহত হয়েছেন। এ ঘটনার জন্য ক্ষমতাসীন দলের নৌকা প্রতিকের প্রার্থী,বর্তমান চেয়ারম্যান মো. আকতার হোসেন স্বতন্ত্র প্রার্থী জসিম উদ্দিনকে দায়ী করেছেন।

অপরদিকে জসিম উদ্দিন বলেছেন সকালে তার শান্তিপূর্ণ গণসংযোগে বিনা উষ্কানীতে নৌকা প্রতিকের প্রার্থী আকতার হেসেনের পালিত পেটুয়া বাহিনী নির্বিচারে এলোপাতাড়ি গুলি চালিয়েছে। এতে কয়েকজন গুলিবিদ্ধসহ প্রায় ১৫ জন আহত হয়েছেন। ক্ষমতাসীন দলের প্রার্থী আহত সকলেই নৌকার সমর্থক এবং তার কর্মী দাবী করলেও দোহাজারী হাসপাতালে আহতরা আকতার হোসেন ও তার গুন্ডাবাহিনীর গুলিতে আহত হয়েছেন বলে জানান।

জানা যায়, বৃহস্পতিবার সকালে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. জসিম উদ্দীন তার কর্মী সমর্থকদের নিয়ে গণিপাড়ায় গণসংযোগে যান। এসময় আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো. আকতার হোসেনের সমর্থকরা বন্ধুক, লাটিসোঠা নিয়ে হামলা চালায়।তাদের এলোপাতাড়ি গুলিতে গুলিবিদ্ধসহ কমপক্ষে ১৫ জন আহত হয়।

অপরদিকে নৌকা প্রার্থী আকতার হোসেনের অভিযোগ সকাল বেলা নির্বাচনী মিছিল করা নিষেধ থাকলেও স্বতন্ত্র প্রার্থী মিছিল নিয়ে ৫নং ওয়ার্ড এলাকার সরু রাস্তা দিয়ে ভোর বাজার এলাকায় এসে সন্ত্যাসী কায়দায় আমার নির্বাচনী অফিস ভাংচুরসহ বাজারে আমার সমর্থকদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়।

হামলায় আহতরা হলেন মো. শাহ আলম (৫৫), পিতা- মৃত আবদুল কাদের, আহমদ হোসেন (৫০), পিতা- আবুল হোসেন, মো. মারুফ (১০), পিতা- মো. ইয়াকুব, মো. মুহিবুল, পিতা- মো. লোকমান, ইসলাম খাতুন (৬০), স্বামী- কবির আহমদ, মো. রফিক (৫২), পিতা- সালামত উল্লাহ, মো. ফারুক (৬১), পিতা- মজু মিয়া, মুন্সি মিয়া (৫৫), আবদুল সালাম, আবছার উদ্দীন (৪৫), পিতা- সামশুল ইসলাম, মো. সায়েদ (২৫), পিতা- আবদুল গফুর, আবু সুফিয়ান (২১), পিতা- আমিনুল ইসলাম, মনির আহমদ (৬২), পিতা মৃত- মফজল মিয়া, জাফর আহমদ (৫৫), পিতা- আহমদ শফি।

আহত আবু সফিয়ান, মনির আহমদ, জাফর আহমদসহ অন্যান্যরা জানান, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. জসিম উদ্দীন (মটর সাইকেল) তার কর্মী সমর্থকদের নিয়ে গতকাল বৃহস্পতিবার গণসংযোগে বের হন। সকাল সাড়ে ১১টার দিকে তিনি কর্মী সমর্থকদের নিয়ে ভোরবাজার গণিপাড়া এলাকায় পৌছলে হঠাৎ বর্তমান চেয়ারম্যান নৌকার প্রার্থী মো. আকতার হোসেনের কর্মী সমর্থকরা গুলি করতে করতে, লাটিসোঠা, নিয়ে গণসংযোগে হামলা চালায়। এতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. জসিম উদ্দীনের ১৫ জন নেতাকর্মী গুলিবিদ্ধ হয়ে আহত হন। হামলার সময় বেশ কয়েকজন পথচারীও আহত হয় বলে জানা যায়। আহতদের দোহাজারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. জসিম উদ্দীন জানান, আজ বেলা ১১টার দিকে মিছিল সহকারে খাগরিয়া ভোরবাজার গেলে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী আকতার হোসেনের নেতৃত্বে সন্ত্রাসী বাহিনী আমার ও আমার কর্মী সমর্থকদের উপর গুলিবর্ষণ শুরু করে। এতে ১৫ জন কর্মা সমর্থক গুলিবিদ্ধ হয়।

এ বিষয়ে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. আকতার হোসেন হামলার বিষয়টি অস্বীকার করে জানান, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দীন নিজেই সন্ত্রাসী বাহিনী নিয়ে এসে গুলি করে আমাকে ফাঁসানোর জন্য এই কাজ করেছে এবং আমার নির্বাচনী অফিস ভাংচুর করেছে।

আরও পড়ুন : সাতকানিয়ায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সেন্টু লাঞ্ছিত

সাতকানিয়ায় আরও এক চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা

চট্টগ্রামে ইউপি নির্বাচন : সহিংসতায় ১ জন নিহত

আনোয়ারায় ইউপি নির্বাচন: ভোট বানচালের চেষ্টা, প্রার্থীসহ আটক ৪

সাতকানিয়া থানা অফিসার ইনচার্জ ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। যারাই এধরনের ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনাস্থলসহ খাগরিয়া এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিএনএ নিউজ২৪, এস এমএনকে,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
প্রবাসীদের স্বজনদের জন্য শাহজালালে ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন দেশীয় জাত সংরক্ষণে বিএলআরআইকে ভূমিকা রাখতে হবে-মৎস্য উপদেষ্টা ছাত্র-জনতার আন্দোলনে নিহত আব্দুল্লাহর বাড়িতে নৌ উপদেষ্টা জুলাই-আগস্ট বিপ্লবের লক্ষ্য ছিল বৈষম্যহীন সমাজ গঠন--ভূমি উপদেষ্টা গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা, পুনর্বাসন ও কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে ৩০ নভেম্বরের মধ্যে শেষ করতে হবে হজের প্রাথমিক নিবন্ধন ময়মনসিংহে বাস উল্টে পুকুরে, নিহত ১, আহত ৮ রাবি ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিল চেয়ে আমরণ অনশনে পাঁচ শিক্ষার্থী ধেয়ে আসছে দুই ঘূর্ণিঝড় চসিকে যে দুর্নীতি হয়েছে তার শ্বেতপত্র বের হওয়া উচিত : মেয়র