বিএনএ ডেস্ক: দেশের মানুষ যাতে অর্থনৈতিক চাপে না পড়ে সে জন্যই সাময়িক লোডশেডিং হচ্ছে। এ কথা বলেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
বুধবার (২৬ অক্টোবর) রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল ও ইনস্টিটিউটের অডিটোরিয়ামে শেখ রাসেলের ৫৯তম জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও বহুমুখী ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বের প্রায় সব দেশেই দ্রব্যমূল্যের দাম বেড়েছে। ইউকেতে (যুক্তরাজ্য) এখন মানুষ খাবার বাঁচাতে দুই বেলা খাচ্ছে। কই আমাদের দেশে তো এ রকম হয়নি। দেশের মানুষ যাতে অর্থনৈতিক চাপে না পড়ে সে জন্য বিদ্যুতের কিছু লোডশেডিং হচ্ছে। এগুলো তো সাময়িক সমস্যা।
লোডশেডিং নিয়ে বিএনপি রাজনীতি শুরু করেছে মন্তব্য করে জাহিদ মালেক বলেন, তাদের (বিএনপি) সময়ে বিদ্যুৎ থাকত না, মাঝে মাঝে আসত। তারা অফিসে, ঘরে এবং কল-কারখানা কোথাও বিদ্যুৎ দিতে পারে নাই। অথচ, সাম্প্রতিক সময়ে যুদ্ধের কারণে সাময়িক সময়ের জন্য কয়েক ঘণ্টার লোডশেডিং নিয়ে রাজনীতি করছে।
বিএনএ/এ আর