21 C
আবহাওয়া
১০:৪৯ অপরাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » বড় অপরাধ হয় ব্যাংক খাতে : হাইকোর্ট

বড় অপরাধ হয় ব্যাংক খাতে : হাইকোর্ট

হাইকোর্ট

বিএনএ, আদালত প্রতিবেদক: দেশের ব্যাংক খাতে সবচেয়ে বড় অপরাধগুলো হয় বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংকের চার ব্যাংক কর্মকর্তার আগাম জামিন আবেদনের শুনানিতে সর্বোচ্চ আদালত এমন মন্তব্য করেছেন।

মঙ্গলবার (২৬ জুলাই) হাইকোর্ট ব্যাংক কর্মকর্তাদের জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে এ মন্তব্য করেন। পরে তাদের চার সপ্তাহের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের স্পেশাল ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করার নির্দেশ দেন হাইকোর্ট।

চার ব্যাংক কর্মকর্তার আগাম জামিন আবেদনের শুনানিতে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ সিদ্ধান্ত নিয়েছে।

এ সময় আদালত বলেন, ব্যাংকখাত খুবই নাজুক পরিস্থিতিতে রয়েছে। এখনকার সবচেয়ে নাজুক খাত এটি। এর সংস্কার প্রয়োজন। এ খাতে যে পরিমাণ লুটপাট, জালিয়াতি, দুর্নীতি হচ্ছে, তা ভয়াবহ। তা বন্ধ করা প্রয়োজন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।
বিএনএ নিউজ,

Loading


শিরোনাম বিএনএ