বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম জেলায় শ্রেষ্ঠ ওসি হিসেব মনোনীত হয়েছেন আনোয়ারার থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন। সাম্প্রতিক সময়ে ওসির কর্ম দক্ষতা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ভূমিকা রাখায় এ পুরষ্কৃত করা হয়। সোমবার (২৬ মে) চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্স সিভিক সেন্টারে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন অফিসারকে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে আনোয়ারা থানার অফিসার ইনচার্জকে শ্রেষ্ট ওসি নির্বাচিত করা হয়। চট্টগ্রাম জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু-বিপিএম এই শ্রেষ্ঠত্ব পুরস্কার প্রদান করেন।
এ বিষয়ে আনোয়ারা অফিসার ইনচার্জ ওসি মনির হোসেন বলেন, আমি সবসময় পেশাদারিত্বকে গুরুত্ব দিয়ে আসছি। আইনশৃঙ্খলা আমার উপজেলাকে নিরাপদ রাখা আমার কর্তব্য মনে করি। আর বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি মাননীয় পুলিশ সুপার চট্টগ্রাম আনোয়ারা থানার সকল সহকর্মী ও সহযোগী অন্যান্য পেশার ভাইদের প্রতি। বিশেষ ধন্যবাদ জানাচ্ছি আনোয়ারা থানায় কর্মরত সকল সহকর্মীদের যাদের একাগ্রতা ও ঐকান্তিক প্রচেষ্টার ফসল শ্রেষ্ঠত্বের এই উপহার। আমি সবসময় আনোয়ারা থানার মানুষের পুলিশিং সেবা নিশ্চিত করতে বদ্ধ পরিকর।
বিএনএনিউজ/ নাবিদ/ বিএম