29 C
আবহাওয়া
৬:৩৯ পূর্বাহ্ণ - মে ২৮, ২০২৫
Bnanews24.com
Home » বোয়ালখালীতে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন বিষয়ক প্রশিক্ষণ কোর্স উদ্বোধন

বোয়ালখালীতে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন বিষয়ক প্রশিক্ষণ কোর্স উদ্বোধন

বোয়ালখালীতে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন বিষয়ক প্রশিক্ষণ কোর্স উদ্বোধন

বিএনএ, চট্টগ্রাম: “দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের বোয়ালখালীতে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন বিষয়ক ৫ দিনব্যাপী একটি প্রশিক্ষণ কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৬ মে) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মুহাম্মদ মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রহমত উল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “গ্রামীণ জনপদে পরিবেশবান্ধব, সময় ও খরচ সাশ্রয়ী বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের কোনো বিকল্প নেই। রান্না ও বিদ্যুৎ উৎপাদনে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর পাশাপাশি এটি কর্মসংস্থান সৃষ্টিতেও ভূমিকা রাখবে।”

তিনি আরও বলেন, “দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে প্রযুক্তিনির্ভর সমন্বিত সম্পদ ব্যবস্থাপনা ও পারিবারিক খামার সম্প্রসারণের অংশ হিসেবে এই প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে।”

প্রশিক্ষণ কোর্সের সঞ্চালনায় ছিলেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুমন তালুকদার, সাংবাদিক মো. মুজাহিদুল ইসলাম, বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি এস এম মোদ্দাচ্ছের, সাংবাদিক দেবাশীষ বড়ুয়া রাজু ও মাদুল বড়ুয়া।

আরও পড়ুন: রাষ্ট্রের সমস্ত বাহিনী জনগণের জন্য কাজ করবে কোনো দলের নয়: ডা. তাসনিম জারা

প্রশিক্ষণে আগত অংশগ্রহণকারীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বায়োগ্যাস প্রযুক্তি বাস্তব জীবনে প্রয়োগ করে তারা নিজেদের এবং এলাকার উন্নয়নে ভূমিকা রাখতে আগ্রহী।

বিএনএনিউজ/ বাবর মুনাফ

Loading


শিরোনাম বিএনএ