19 C
আবহাওয়া
৩:৩৯ অপরাহ্ণ - জানুয়ারি ২৩, ২০২৫
Bnanews24.com
Home » ইবিতে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার সময় প্রগতিশীল শিক্ষকদের মধ্যে হাতাহাতি

ইবিতে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার সময় প্রগতিশীল শিক্ষকদের মধ্যে হাতাহাতি

ইবিতে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার সময় প্রগতিশীল শিক্ষকদের মধ্যে হাতাহাতি

বিএনএ, ইবি : মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করতে গিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আওয়ামীপন্থী শিক্ষকদের দুটি গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। শনিবার (২৬ মার্চ) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় স্মৃতিসৌধে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে, স্মৃতিসৌধে সকাল সাড়ে ৯টার দিকে উপ-উপাচার্য, কোষাধ্যক্ষের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় প্রশাসন শ্রদ্ধাঞ্জলি জানায়। এরপর একে একে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, অনুষদ, আবাসিক হল, ছাত্রলীগ, শিক্ষক-ছাত্র সংগঠন ফুল দেওয়া শুরু করে।

ঘোষিত বঙ্গবন্ধু পরিষদের শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর সঞ্চালক জিয়া পরিষদকে ফুল দেওয়ার জন্য ডাকে। এ সময় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু পরিষদের শিক্ষক ইউনিটের শিক্ষকরা ফুল দিতে বেদিতে উঠতে গেলে সেখানে নিরাপত্তার দায়িত্বে থাকা সহকারী প্রক্টর ড. শফিকুল ইসলামের সঙ্গে তাদের বাক-বিতণ্ডা হয়।

এরপর সেখানে বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্র ঘোষিত কমিটির শিক্ষকরা গেলে উভয়ের মধ্যে বাক-বিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। দুই গ্রুপের প্রায় অর্ধশতাধিক শিক্ষক এ হাতাহাতিতে জড়িয়ে পড়েন। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, কোষাধ্যক্ষের উপস্থিতিতেই মারামারি করেন শিক্ষকরা। পরে সিনিয়র শিক্ষকদের সহায়তায় পরিস্থিতি শান্ত হয়।

পরে এ ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালের সামনে এসে মানববন্ধন করেন বঙ্গবন্ধু পরিষদ শিক্ষক ইউনিটের শিক্ষকরা। এ সময় তারা এ ঘটনার তীব্র নিন্দা জানান এবং এ ঘটনায় কোনো ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচি ঘোষণা দেওয়ার হুঁশিয়ারি দেন।

বঙ্গবন্ধু পরিষদ শিক্ষক ইউনিটের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার বলেন, ‘জাতীয় দিবসে বিশৃঙ্খলা হোক এটা আমরা কখনো চাইনি। কিন্তু অপর পক্ষ আমাদের কাছ থেকে ফুলের ডালি নিয়ে ভেঙে দেয়। ফলে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।’

বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাহবুবুল আরফিন বলেন, ‘এটা তাদের পূর্ব পরিকল্পনা ছিল। তারা জুনিয়র শিক্ষকরা সিনিয়র শিক্ষকদের অসম্মান করেছে। জাতীয় দিবসে এমন একটি ঘটনা খুবই দুঃখজনক।’

বিএনএনিউজ২৪.কম/তারিক/এনএএম

Bnanews24 অনলাইনের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

Loading


শিরোনাম বিএনএ