40 C
আবহাওয়া
৩:০১ অপরাহ্ণ - এপ্রিল ২০, ২০২৪
Bnanews24.com
Home » টেকসই নিরাপত্তার জন্য কাজ করছে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী

টেকসই নিরাপত্তার জন্য কাজ করছে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী

টেকসই নিরাপত্তার জন্য কাজ করছে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনএ, ঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, টেকসই শান্তি প্রতিষ্ঠার জন্য দরকার টেকসই নিরাপত্তা।জনগণের টেকসই নিরাপত্তার জন্য পুলিশ বাহিনী কাজ করছে ।

শনিবার(২৬ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইন্সে আয়োজিত নাগরিক সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সাসটেইনেবল ডেভেলপমেন্টের জন্য সাসটেইনেবল পিস (টেকসই শান্তি) দরকার। এ জন্য দরকার সাসটেইনেবল সিকিউরিটি। আর সেই লক্ষ্যেই কাজ করছে পুলিশ।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু যে জনতার পুলিশ হওয়ার ডাক দিয়েছে আমার মনে হয় আমরা সেই জায়গায় এসেছি। পুলিশ আজ জনবান্ধব।ডিএমপির বর্তমান জনবল ৩৪ হাজার। প্রয়োজনে আরও বাড়তে পারে।

ডিএমপির প্রশংসা করে তিনি বলেন, ‘তারা আজকে কাজ করছে বলে আমরা নিরাপত্তার মধ্যে বাস করছি। আজকে দুই কোটি মানুষের বসবাস এ সিটিতে (ঢাকা)। সেখানে আমদের পুলিশ মেধা ও যোগ্যতা দিয়ে নিরাপত্তা দিয়ে যাচ্ছে।’

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ