19 C
আবহাওয়া
১:১৪ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » ভোটের মাঠে নেই বিদিশা এরশাদ

ভোটের মাঠে নেই বিদিশা এরশাদ

বিদিশা

বিএনএ ডেস্ক: জাতীয় পার্টির রাজনীতিতে এখন সার্কাস চলছে। নানা নাটকীয়তার পর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেয় দলটি। কিন্ত নির্বাচনে যাওয়ার ঘোষণা দিলেও এখন পর্যন্ত মনোনয়ন ফরম কেনেননি দলের প্রধান পৃষ্ঠপোষক ও হুসেইন মোহাম্মদ এরশাদের স্ত্রী রওশন এরশাদ ও তাদের সন্তান সাদ এরশাদ। এ নিয়ে দলের চেয়ারম্যান জি এম কাদেরের সঙ্গে চলছে দ্বন্দ্ব।

রওশন-কাদের দ্বন্ধ নিয়ে যখন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হচ্ছে তখন অনেকটা আড়ালে জাতীয় পার্টির আরেক গুরুত্বপূর্ণ অংশীদার এরশাদপত্নী বিদিশা সিদ্দিক।

কেন তিনি কোথাও নেই এমন প্রশ্নে বিদিশা বলেন, ‘আমি আসলে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। যাত্রা পার্টির যাত্রা চলছে তো, তাই দেখছি আপাতত। তাদের চলমান শো আমি উপভোগ করছি।’

ভোটের এখনো যথেষ্ট সময় হাতে আছে জানিয়ে তিনি বলেন, ‘আমি ঠিক সময়ে কথা বলব, হাজির হব। তাই এখন কিছুই বলব না। এরশাদ সাহেব অনেক কষ্টে দল গড়ে তুলছিলেন। মানুষ দলকে ভালোবাসত এরশাদ সাহেবের কারণে। তার শ্রম আর ঘামে গড়ে ওঠা দলটাকে এখন এই দুজন একদম নষ্ট করে দিচ্ছেন। এগুলো দেখে খুব কষ্ট হয়।’

জি এম কাদের ও রওশন এরশাদের দ্বন্দ্ব নিয়ে জানতে চাইলে বিদিশা বলেন, ‘এটা দলের জন্য ভালো নয়। মানুষ উপহাস করছে তাদের এখন। এর মধ্যে যদি আমি ঢুকি তাহলে পুরো সার্কাস হয়ে যাবে।’

তিনি বলেন, ‘আমি কিন্ত রাজনীতির বাইরে নয়। রাজনীতি পর্যবেক্ষণ করা, উপলব্ধি করা এবং তারপর সিদ্ধান্ত নেওয়াও কিন্ত রাজনীতিতে খুব গুরুত্বপূর্ণ। এখনো সময় ফুরিয়ে যায়নি। সময় হলেই আমি উদ্যোগ নেব, এভাবে তো দলটাকে শেষ হতে দিতে পারি না।’

জাপা সূত্রে জানা যায়, দ্বাদশ নির্বাচনে রংপুর-৩ আসন থেকে প্রার্থী হতে চান জি এম কাদের। কেননা এ আসন থেকে সবসময় এরশাদ নির্বাচন করেছেন। এরশাদের বাড়ির আসন হওয়ায় এখানকার সাধারণ ভোটাররাও লাঙ্গলে ভোট দেন। ফলে তুলনামূলকভাবে সহজে জেতা যাবে। অন্যদিকে জাতীয় পার্টির রাজনীতিতে এ আসনে নির্বাচন করা গৌরবের। জি এম কাদের মূলত এ আসনে নির্বাচন করে দলের চালিকাশক্তি নিজের হাতে নিতে চান। কিন্ত রওশন এরশাদ চান এরশাদ-রওশন পুত্র সাদ এরশাদকে এই আসন থেকে প্রার্থী করতে। কেননা সাদের পক্ষে অন্য কোনো আসন থেকে নির্বাচন করে জয়লাভ করা সম্ভব নয়। এ ক্ষেত্রে রওশনকে রংপুরের অন্য যেকোনো আসন থেকে বা ময়মনসিংহ থেকে সাদকে প্রার্থী করতে হবে। এ নিয়ে তারা কোনো সমঝোতায় আসতে পারেননি।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ