35 C
আবহাওয়া
১২:১৬ অপরাহ্ণ - এপ্রিল ১৬, ২০২৪
Bnanews24.com
Home » বাংলাদেশকে আরও ১৮ লাখ টিকা উপহার দিচ্ছে যুক্তরাষ্ট্র

বাংলাদেশকে আরও ১৮ লাখ টিকা উপহার দিচ্ছে যুক্তরাষ্ট্র

বাংলাদেশকে আরও ১৮ লাখ টিকা উপহার দিচ্ছে যুক্তরাষ্ট্র

বিএনএ ডেস্ক: বাংলাদেশকে আরও ১৮ লাখ ডোজ ফাইজারের করোনার টিকা উপহার হিসেবে দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। কোভিড মোকাবিলায় নেতৃত্ব দিতে ২০২২ নাগাদ বিশ্বব্যাপী বিনামূল্যে একশ কোটি ডোজ টিকা প্রদানের অঙ্গীকার করেছে যুক্তরাষ্ট্র। এর  অংশ হিসেবে ফাইজারের এই টিকা দেয়া হচ্ছে।

ঢাকায় মার্কিন দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরও বলা হয়, জাতীয় কোভিড-১৯ টিকাদান কার্যক্রমে সহযোগিতা দিতে এবং মহামারি প্রতিরোধ জোরদারে  বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে নিরাপদ ও যথাযথভাবে টিকাদান কার্যক্রম পরিচালনায় ৬ হাজার ৮০০ জনের বেশি স্বাস্থ্যসেবার পেশাদারকে প্রশিক্ষণ দিয়েছে। সারাদেশে কোল্ড চেইন বজায় রেখে টিকা সরবরাহ সুবিধা দিতে ১৮টি কোল্ড চেইন ফ্রিজার ট্রাক দান করেছে। এছাড়া, যুক্তরাষ্ট্র সরকার কোভিড-১৯ সম্পর্কিত সহায়তা হিসেবে ১২ কোটি ১০ লাখ ডলারের বেশি সহায়তা দিয়েছে। পাশাপাশি  কোভ্যাক্স কার্যক্রমের সমর্থনে ৪০০ কোটি ডলার দান করেছে যুক্তরাষ্ট্র।

এদিকে, নতুন এই ডোজ বাংলাদেশকে ১২ বছর বা তদূর্ধ্ব বয়সীদের টিকাদান অব্যাহত রাখতে সহায়তা করবে।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ