বিএনএ, ঢাকা: প্রধান বিচারপতি হাসান ফয়েস সিদ্দিকীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। মঙ্গলবার (২৫ অক্টোবর) বিকেল তিনটার দিকে সুপ্রিম কোর্টে আসেন পুলিশ প্রধান। এরপর প্রধান বিচারপতির খাস কামরায় প্রবেশ করে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
প্রধান বিচারপতি আইজিপিকে স্বাগত জানান। প্রধান বিচারপতিকে ফুলেল শুভেচ্ছা জানান আইজিপি। তারা পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
গত ২২ সেপ্টেম্বর পুলিশ প্রধান হিসেবে চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তিনি সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদের স্থলাভিষিক্ত হন। গত ৩০ সেপ্টেম্বর অবসরে গেছেন বেনজীর আহমেদ।
চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন আইজিপি হিসেবে দায়িত্ব নেওয়ার আগে র্যাবের মহাপরিচালক ছিলেন। এছাড়া পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
বিএনএ/এমএফ