30 C
আবহাওয়া
২:৩৯ পূর্বাহ্ণ - এপ্রিল ২০, ২০২৪
Bnanews24.com
Home » থাইল্যান্ডের প্রধানমন্ত্রীকে সাময়িক বরখাস্ত

থাইল্যান্ডের প্রধানমন্ত্রীকে সাময়িক বরখাস্ত

থাইল্যান্ডের প্রধানমন্ত্রীকে সাময়িক বরখাস্ত

বিএনএ, ঢাকা:থাইল্যান্ডের সাংবিধানিক আদালত দেশটির প্রধানমন্ত্রী প্রায়ুথ চান ওচাকে সাময়িক বরখাস্ত হয়েছে। প্রধানমন্ত্রীর বিরোধীদের দায়ের করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার(২৪ আগস্ট) বরখাস্তের আদেশ দেয় আদালত।

প্রায়ুথ চান ওচা’র প্রধানমন্ত্রীত্বের মেয়াদ চলতি মাসেই শেষ হয়ে যাচ্ছে বলে দাবি করছে বিরোধীরা। তবে প্রধামন্ত্রীর সমর্থকদের কেউ কেউ যুক্তি দেখাচ্ছেন, ২০১৭ সালে নতুন সংবিধান কার্যকর হওয়ার পর কিংবা ২০১৯ সালের নির্বাচনের পর থেকেই প্রায়ুথের মেয়াদ হিসাব করতে হবে। সে অনুযায়ী, প্রায়ুথ ২০২৫ সাল পর্যন্ত কিংবা ২০২৭ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার সুযোগ পাবেন।

সাংবিধানিক আদালতের এক বিবৃতিতে বলা হয়, আত্মপক্ষ সমর্থনের জন্য ১৫ দিন সময় পাবেন প্রায়ুথ ওচা। থাইল্যান্ডের সাবেক সেনাপ্রধান এবং বর্তমান উপপ্রধানমন্ত্রী প্রাউয়িত ওংসুয়ান অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে পারেন।

বিএনএ/ ওজি

তথ্যসূত্র: পার্সটুডে

Loading


শিরোনাম বিএনএ