22 C
আবহাওয়া
১১:৪৩ পূর্বাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হওয়ার পথে ম্যাক্রোঁ

দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হওয়ার পথে ম্যাক্রোঁ


বিএনএ, বিশ্বডেস্ক : দ্বিতীয়বারের মতো ফ্রান্সের প্রেসিডেন্ট হতে যাচ্ছে ইমানুয়েল ম্যাক্রোঁ। ডানপন্থি প্রার্থী মারিন ল্য পেনকে হারিয়ে স্পষ্ট জয় নিয়ে আবার প্রেসিডেন্ট হওয়ার পথে ম্যাক্রোঁ।ফরাসি গণমাধ্যমের হিসাবমতে, ম্যাক্রোঁ পেয়েছেন ৫৮ শতাংশ ভোট এবং তার প্রতিপক্ষ মারিন ল্য পেন পেয়েছেন ৪২ শতাংশ ভোট।

সময় যত গড়াচ্ছে ম্যাক্রোঁর জয় ততটাই স্পষ্ট হচ্ছে। এর ফলে ম্যাক্রোঁ সমর্থকদের মধ্যে উল্লাস ছড়িয়ে পড়েছে। তারা ফরাসি ও ইউরোপীয় ইউনিয়নের পতাকা নিয়ে উচ্ছ্বাসে মেতে উঠেছেন।

নির্বাচনে ম্যাক্রোঁর এই জয়ে ২০ বছরের মধ্যে তিনিই হবেন ফ্রান্সে আরেক মেয়াদে নির্বাচিত হওয়া প্রথম প্রেসিডেন্ট। ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে প্রথম ধাপের ভোট হয়েছে গত ১০ এপ্রিলে। সেই ভোটে এগিয়ে ছিলেন মাক্রোঁ৷ তার পরের অবস্থানেই ছিলেন মারিন ল্য পেন। তবে ব্যবধান কম থাকায় অনিশ্চয়তা ছিল। ২৪ এপ্রিল দ্বিতীয় পর্বের ভোটে মুখোমুখি হন এই দুই প্রার্থী।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ