19 C
আবহাওয়া
১:৪৯ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৬, ২০২৫
Bnanews24.com
Home » ববি বাগেরহাট জেলা ছাত্রকল্যাণ পরিষদের নেতৃত্বে ফারহান-রাকিব

ববি বাগেরহাট জেলা ছাত্রকল্যাণ পরিষদের নেতৃত্বে ফারহান-রাকিব


বিএনএ, ববি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) বাগেরহাট জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফারহান শাহরিয়ারকে সভাপতি ও বাংলা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. রাকিব হোসাইনকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে।

রোববার (২৪ মার্চ) কমিটির সাবেক সভাপতি ইরফান আহম্মেদ রাজ ও সাধারণ সম্পাদক মিরাজ পারভেজ
স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যআন্যরা হলেন, নূর নায়েক, মোকাম্মেল শেখ এনামুল দ্বীপরাজ রায়, শাইফুল শিতাব ঝলক প্রমুখ সহসভাপতি। এছাড়াও যগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন মাসুম রানা, ইশতিয়াক হোসাইন রাফসান, মো. ইমরানসহ আরো অনেকে।

সভাপতি ফারহান শাহরিয়ার বলেন , বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত বাগেরহাটে জেলার শিক্ষার্থীদের সমস্যা ও সংকট মোকাবেলা করে যেকোন প্রয়োজনে তাদের পাশে থাকব।

সাধারণ সম্পাদক মো. রাকিব হোসাইন বলেন, আমরা স্যারদের সহায়তায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাগেরহাট জেলার শিক্ষার্থীদের সমস্যা সমাধানের সর্বোচ্চ চেষ্টা করব।

বিএনএ/ রবিউল, এমএফ

Loading


শিরোনাম বিএনএ