25 C
আবহাওয়া
৮:৫৩ পূর্বাহ্ণ - মে ১১, ২০২৪
Bnanews24.com
Home » সালিশ বৈঠকে সংঘর্ষে দুই যুবক নিহত

সালিশ বৈঠকে সংঘর্ষে দুই যুবক নিহত

সালিশ বৈঠকে সংঘর্ষে দুই যুবক নিহত

বিএনএ, মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জ শহরের উত্তর ইসলামপুর এলাকায় সালিশ বৈঠকে সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় সালিশের বিচারকসহ আহত হয়েছেন অন্তত পাঁচজন। বুধবার(২৪ মার্চ) রাত  সাড়ে ১১টার দিকে  এ ঘটনা ঘটে।
নিহত যুবকরা হলেন, উত্তর ইসলামপুর এলাকার কাশেম পাঠানের ছেলে মো. ইমন হোসেন (২২) ও একই এলাকার বাচ্চু মিয়ার ছেলে মো. সাকিব হোসেন (১৯)।এ দিকে এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।
 
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, ইভটিজিংয়ের একটি ঘটনা নিয়ে সালিশ বৈঠকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।  স্থানীয় কিশোর সৌরভ ও ইমনের মধ্যে হাতাহাতি শুরু হয়। এক পর্যায়ে সৌরভ গ্রুপ ও ইমন গ্রুপ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই ইমনের মৃত্যু হয়। গুরুতর অবস্থায় ঢাকা নেওয়ার পথে সাকিব নামে আরেক যুবক মারা যায়।এ ঘটনায় বিচারকসহ আহত হয়েছেন অন্তত পাঁচজন। তাদের মধ্যে তিনজনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
 
মুন্সিগঞ্জ সদর থানার ওসি আবুবক্কর সিদ্দিক জানান, ওই এলাকায় সালিশ বৈঠকে সংঘর্ষের ঘটনায় দুজন মারা গেছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে।
বিএনএ/ওজি
 

Loading


শিরোনাম বিএনএ