24 C
আবহাওয়া
২:৩২ পূর্বাহ্ণ - মার্চ ২৯, ২০২৪
Bnanews24.com
Home » ইপসার উদ্যোগে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

ইপসার উদ্যোগে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

ইপসার উদ্যোগে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

বিএনএ,চট্টগ্রাম: করোনা মহামারির দ্বিতীয় ধাপ মোকাবেলায় প্রস্তুতি বিষয়ক দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) নগরীর শুলকবহর কাউন্সিলর অফিসের সম্মেলন কক্ষে সেভ দ্যা চিলড্রেনের সহায়তায় এবং স্থায়ীত্বশীল উন্নয়নের জন্য সংগঠন ইপসার প্রয়াস ২ প্রকল্পের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

৮ নং সিটি কর্পোরেশন কাউন্সিলর অফিসের সচিব তোফায়েল আহমেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মোরশেদ আলম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭, ৮, ১৯ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের সাবেক মহিলা কাউন্সিলর জেসমিন পারভিন জেসি, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক এস এম ইফতেখারুল ইসলাম এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন মাস্টার মোহাম্মাদ এনামুল হক।

ইপসা প্রোজেক্ট অফিসার আতাউল হাকিমের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন ইপসার প্রয়াস ২ প্রকল্প সমন্বয়ক সানজিদা আক্তার।

তিনি বলেন, করোনাভাইরাস মোকাবেলায় তৃণমূল পর্যায়ে দায়িত্বপ্রাপ্ত ও কর্মরত ব্যক্তিদের ভূমিকা সবচাইতে বেশি। শুধুমাত্র উন্নয়ন সংস্থা কিংবা সরকারি সংস্থাদের উদ্যোগে করোনাভাইরাসের মত বৈশ্বিক মহামারী মোকাবেলা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন জনসচেতনতা এবং জনসম্পৃক্ততা।

মোরশেদ আলম বলেন, করোনাভাইরাসের প্রকোপ শুরুর পর থেকেই আমরা ব্যক্তিগত ও সাংগঠনিকভাবে বিভিন্ন প্রতিরোধমূলক এবং সেবামূলক উদ্যোগ বাস্তবায়ন করেছি। করোনাভাইরাসের মত সকল জাতীয় দুর্যোগ মোকাবেলায় সকলের সম্মিলিত সহায়তা ও আন্তরিক অংশগ্রহণ আহ্বান করেন তিনি।

উল্লেখ, সরকারের দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ওয়ার্ড পর্যায়ে যেকোন দুর্যোগ মোকাবেলার জন্য সঠিক ও তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নিমিত্তে নগরীর প্রত্যেকটি ওয়ার্ডে ৩৫ সদস্য বিশিষ্ট ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি গঠন করবার নির্দেশনা প্রদান করা হয়েছে। কিন্তু নগরীর ৪১টি ওয়ার্ডের মধ্যে কেবলমাত্র ৭, ৮, ১৯ নং ওয়ার্ডে এই কমিটি গঠন করা হয়েছে। ইপসা প্রয়াস-২ প্রকল্পের আওতায় উল্লেখিত ওয়ার্ডগুলোতে ২০১৮ সাল থেকে ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি গঠন ও কার্যকর করবার জন্য নিয়মিত বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ