বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রামের নাসিরাবাদ রিজার্ভারে প্রয়োজনীয় মেরামত কাজের জন্য বাটালী হিল রিজার্ভারের পানি সরবরাহ শুক্রবার ৬ ঘণ্টা বন্ধ থাকবে।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) চট্টগ্রাম ওয়াসার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নাসিরাবাদ রিজার্ভারে প্রয়োজনীয় মেরামত কাজের জন্য বাটালী হিল রিজার্ভারের পানি সরবরাহ শুক্রবার (২৫ ডিসেম্বর) বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত (৬ ঘণ্টা) বন্ধ থাকবে। এসময় নগরীর লালখান বাজার, সার্সন রোড, কাজির দেউড়ি, ব্যাটারি গলি, ওআর নিজাম রোড ও তৎসংলগ্ন এলাকা, গরিব উল্লাহ আবাসিক এলাকা, কুসুমবাগ আবাসিক এলাকা, দামপাড়া, বৃহত্তর হালিশহর ও তৎসংলগ্ন এলাকায় পানি সরবরাহ বন্ধ থাকবে।
এছাড়াও পোর্ট কানেকটিং রোড ও তৎসংলগ্ন এলাকা, শেখ মুজিব রোড ও তৎসংলগ্ন এলাকা, আগ্রাবাদ এক্সেস রোড ও তৎসংলগ্ন এলাকা, ডিটি রোড ও তৎসংলগ্ন এলাকা, আসকারদীঘি, রহমতগঞ্জ, জামালখান, জুবলী রোড ও তৎসংলগ্ন এলাকা, দামপাড়া পুলিশ লাইন্স ও তৎসংলগ্ন এলাকাগুলোতে পানি থাকবে না।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য চট্টগ্রাম ওয়াসা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে সকলের সহযোগিতা কামনা করেছে।
বিএনএনিউজ/মনির