29 C
আবহাওয়া
২:৫১ পূর্বাহ্ণ - এপ্রিল ২৬, ২০২৪
Bnanews24.com
Home » দেশে করোনার নতুন ধরন সনাক্ত

দেশে করোনার নতুন ধরন সনাক্ত

করোনায় মৃত্যু ২৩ লাখ ২০ হাজার ছাড়াল

বিএনএ,ঢাকা: যুক্তরাজ্যে পাওয়া করোনা ভাইরাসের নতুন ধরনটির সঙ্গে বাংলাদেশে পাওয়া ভাইরাসের কিছুটা সাদৃশ্য পাওয়া গেছে।তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে আরও গবেষণা প্রয়োজন আছে বলে জানিয়েছে বিজ্ঞান গবেষণা পরিষদ(বিসিএসআইআর)। এ নিয়ে গবেষণা চলছে। বৃহস্পতিবার(২৪ ডিসেম্বর)এসব তথ্য জানিয়েছেন সংস্থাটির মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সেলিম খান।তিনি জানান, নভেম্বরের প্রথম সপ্তাহে করোনা ভাইরাসের সর্বশেষ যে সিকোয়েন্স করা হয়েছে।তাতে ভাইরাসটির দুটি স্পাইকে প্রোটিন মিউটেশন পাওয়া যায়।বাংলাদেশে ভাইরাসের পরিবর্তিত রূপের সঙ্গে যুক্তরাজ্যের ধরনটির পুরোপুরি মিল রয়েছে কিনা সে বিষয়ে এখনও নিশ্চিত করে বলার সময় হয়নি। গবেষণা শেষে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে জানানো হবে বলে জানান ড. সেলিম খান।

এদিকে,বিশেষজ্ঞরা বলেছেন,নতুন প্রজাতির করোনা ভাইরাসটি বেশি দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।কারণ নতুন করোনার যে স্ট্রেইন পাওয়া গেছে, সেটি আগেরটির তুলনায় ৭০ শতাংশ বেশি গতিতে ছড়ায়।একমাস আগে নভেম্বরেও যুক্তরাজ্যে আক্রান্তদের চার ভাগের একভাগ এই নতুন প্রজাতির ভাইরাসে আক্রান্ত ছিলেন।বর্তমানে সেটি ডিসেম্বরের মাঝামাঝিতে এসে বেড়ে দাঁড়িয়েছে দুই তৃতীয়াংশে।নতুন এই প্রজাতির ভাইরাস অন্য প্রজাতিকে প্রতিস্থাপন করে দিচ্ছে। এটির বিভাজন বা রূপান্তর ভাইরাসের কিছু অংশে পরিবর্তন আনে, যা গুরুত্বপূর্ণ।এসব বিভাজনের মধ্যে বেশ কিছু মানুষের দেহের কোষকে সংক্রমিত করার কাজে ভাইরাসের সক্ষমতা বাড়ায়।ফলে ভাইরাসটি সহজে ছড়িয়ে পড়তে পারে নতুন প্রজাতিটি উপযুক্ত পরিবেশ পেলে দ্রুত হারে ছড়িয়ে পড়তে পারে। নতুন ভাইরাসের কারণে ভ্যাকসিনের কার্যকারিতা হেরফেরের সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে সবাইকে সর্বোচ্চ পর্যায়ে সচেতনা বাড়ানোর পরামর্শ দেন তারা।

তবে, করোনা ভাইরাসের এ নতুন ধরণ প্রতিরোধেও নিজেদের তৈরি ভ্যাকসিন কার্যকর বলে দাবি করেছে মডার্না, অক্সফোর্ড, ফাইজার-বায়োএনটেক।

অন্নযদিকে, তুন ভাইরাস নিয়ে শঙ্কিত না হয়ে বিশ্ববাসীকে সচেতন হওয়ার জন্য পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

চলতি মাসে যুক্তরাজ্যে করোনার নতুন ধরনের খোঁজ পাওয়া যায়। পরে ইতালিতেও সেই একই ধরনের ভাইরাস শনাক্ত হয়। এরই মধ্যে বিশ্বের অনেক দেশের সঙ্গে যুক্তরাজ্যের বিমান চলাচল বন্ধ রয়েছে। বাংলাদেশ সরকারও লন্ডনের সঙ্গে বিমান চলাচল বন্ধের বিষয়ে চিন্তাভাবনা করছে। তবে, যুক্তরাজ্য থেকে দেশে ফেরার ফ্লাইট এখনও বন্ধ হয়নি ।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ