29 C
আবহাওয়া
৯:৩৮ পূর্বাহ্ণ - এপ্রিল ২০, ২০২৪
Bnanews24.com
Home » ইভিএমে প্রতারণার আশঙ্কা রয়েছে: ডা. জাফরুল্লাহ

ইভিএমে প্রতারণার আশঙ্কা রয়েছে: ডা. জাফরুল্লাহ

ইভিএমে প্রতারণার আশঙ্কা রয়েছে: ডা. জাফরুল্লাহ

বিএনএ ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত সঠিক হয়নি। ইভিএমের মাধ্যমে প্রতারণার আশঙ্কা রয়েছে, এমন মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্ট্রি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

বুধবার (২৪ আগস্ট) সকালে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশন কাজী হাবীবুল আউয়াল-এর সাথে মতবিনিময়ে এ কথা বলেন তিনি।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, যাচাইবাছাইয়ের জন্য সব আসনে ৫টি করে কেন্দ্রে ইভিএম রাখা যেতে পারে। তবে একসাথে ১৫০ আসনে ইভিএম ব্যবহার করা ভুল সিদ্ধান্ত। এর রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রশ্ন উঠবে।

রাজনৈতিক দলের নিবন্ধনে শর্ত কমানোর দাবি জানিয়ে ডা. জাফরুল্লাহ বলেন, ইভিএমে জনগণের আস্থা থাকবে না। আওয়ামী লীগের উচিত এমন কিছু না করা যাতে জাতীয় নির্বাচনে অন্যরা না আসে। মতবিনিময়ে ‘না’ ভোট প্রচলনেরও পরামর্শ দেন তিনি।

বিএনএ/এ আর

 

Loading


শিরোনাম বিএনএ