29 C
আবহাওয়া
৭:১২ অপরাহ্ণ - মার্চ ২৯, ২০২৪
Bnanews24.com
Home » কলকাতায় ১০০ শতাংশ বাসই চলবে ব্যাটারিতে

কলকাতায় ১০০ শতাংশ বাসই চলবে ব্যাটারিতে


বিএনএ, বিশ্বডেস্ক : কলকাতায় আগামীতে ১০০ শতাংশ বাসই চলবে ব্যাটারিতে। বৃহস্পতিবার (২৩ জুন) বিধানসভায় এমনটাই জানালেন রাজ্য মন্ত্রিসভার সদস্য ও কলকাতা পৌরসভার মেয়র ফিরহাদ হাকিম।

ফিরহাদ হাকিম বলেন, আগামীতে সমস্ত বাসই ব্যাটারিতে কনভার্ট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই ৭৬ টি চার্জিং স্টেশন তৈরি করা হয়েছে। পরবর্তীতে আরও তৈরির চেষ্টা করা হচ্ছে।

ফিরহাদ হাকিম আরও বলেন, ইতিমধ্যে শহরের বুকে ১০০ টি ই-বাস চলছে। আগামী বছর আরও ৪০০ টি ই-বাস পথে নামবে। ২০২৪-এর মার্চে আরও ৪০০ বাস দেওয়া হবে। ইতিমধ্যে ১২০০ বাসের অর্ডার দেওয়া হয়েছে বলে খবর। জানা গিয়েছে, ই-বাস তৈরিতে একটি সমস্যা রয়েছে, তা হল লিথিয়াম ব্যাটারি। লিথিয়াম দেশে পাওয়া যায় না বা তৈরি হয় না, ফলে ই-বাস তৈরির ক্ষেত্রে একটু বেশি সময় লাগছেই।

উল্লেখ্য, এই ই-বাসের একটা বড় সুবিধা হল, এর খরচ কম। কিন্তু আয় বেশি। তেলের খরচ নেই। শুধুই চার্জিংয়ের খরচ। হিসেব বলছে, এক কিলোমিটার রাস্তা যেতে এসি বা নন-এসি সরকারি বাসে খরচ পড়ে ৩২ থেকে ৩৫ টাকা। সেখানে ই-বাসে খরচ ১২ থেকে ১৫ টাকা।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ