23 C
আবহাওয়া
১১:২১ অপরাহ্ণ - মে ৬, ২০২৪
Bnanews24.com
Home » ওমরাহযাত্রীদের ১৮ জুনের মধ্যে মক্কা ত্যাগ করতে হবে

ওমরাহযাত্রীদের ১৮ জুনের মধ্যে মক্কা ত্যাগ করতে হবে

the pilgrims to perform Hajj

বিএনএ,বিশ্ব ডেস্ক:  আজ বুধবার ২৪ মে২০২৩ খ্রি. ৩জিলকদ ১৪৪৪ হিজরি। ৯ জিলহজ্ব পবিত্র হজ্ব পালিত হবে সৌদিআরবে। তাই সময় কম হওয়ায় প্রতিবছরের ন্যায় এবারও দেশটি বড় হজের পূর্বে সবধরনের প্রস্তুতি সঠিকভাবে সম্পন্ন করতে ওমরাহ হজ্ব পালন ও ওমরাহযাত্রীদের পবিত্র নগরীতে মক্কায় অবস্থান নেয়ার সময়সীমা বেধে দিয়েছেে। এতে বলা হয়, ওমরাহযাত্রীদের ১৮ জুনের (২০ জিলকদ) মধ্যে ত্যাগ করতে হবে।

সৌদি প্রেস এজেন্সি(এসপিএ) মঙ্গলবার(২৩ মে ২০২৩) জানায়, সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে আগামী ৪ জুনের (১৫ জিলকদ) পর কোন ওমরা ভিসা অনুমোদন দেয়া হবে না।  ওমরাহযাত্রীদের আগামী ১৮ জুনের (২০ জিলকদ) মধ্যে মক্কা ত্যাগ করতে হবে। তাছাড়া ওমরাহ ভিসায় পবিত্র বড় হজ পালনের সুযোগ নেই।

মন্ত্রণালয় জানিয়েছে, গত ১৫ মে থেকে হজের মৌসুমে মক্কায় প্রবেশে বিধিনিষেধ আরোপ করেছে সৌদি আরবের জননিরাপত্তা অধিদফতর। মুসলমানদের সর্ববৃহৎ ধর্মীয় সমাবেশ হজের প্রস্তুতি উপলক্ষে মক্কায় বেশকিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। গত ১৫ মে থেকে পূর্ব অনুমোদন ছাড়া মক্কায় প্রবেশ নিষেধ করা হয়েছে।

মক্কায় কর্মরত দেশি বিদেশ কর্মী, বসবাসকারীদের বিশেষ পাস দেয়া হচ্ছে।

বিএনএনিউজ২৪,জিএন

Loading


শিরোনাম বিএনএ