27 C
আবহাওয়া
৬:৫৪ অপরাহ্ণ - নভেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » গাজায় হামলার ২শত দিবস ছিল মঙ্গলবার

গাজায় হামলার ২শত দিবস ছিল মঙ্গলবার

গাজা উপত্যকা

বিশ্ব ডেস্ক:  গাজার বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ মঙ্গলবার(২৩ এপ্রিল) ২০০তম দিনে প্রবেশ করেছে। প্রায় ১৫ লাখ বাস্তুচ্যুত ফিলিস্তিনির আশ্রয় নেয়া  দক্ষিণ গাজায় এখন ব্যাপক ইসরায়েলি স্থল হামলার আশঙ্কা রয়েছে।

আলজাজিরা জানায়, ২২ এপ্রিল রাতে ইসরায়েলি সেনাবাহিনী গাজার তুফাহ, শুজাইয়া ও জেইতুন এলাকায় রাতভর তীব্র গোলাবর্ষণ চালায়। দক্ষিণ-পশ্চিম গাজা এবং দক্ষিণে খান ইউনিসে গোলাবর্ষণ এবং বিস্ফোরণের শব্দ শোনা গেছে, যখন বুরেইজ শরণার্থী শিবিরের কাছে বিমান হামলা এবং নুসিরাত শরণার্থী শিবিরে আর্টিলারি ফায়ার আঘাত হানে।

সামরিক বাহিনী জানিয়েছে যে তারা দক্ষিণ গাজায় হামাসের বেশ কয়েকটি অবস্থানে আঘাত করেছে, তাদের যুদ্ধবিমানগুলি সামরিক পর্যবেক্ষণ এবং লঞ্চ পোস্ট সহ প্রায় ২৫টি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ৭ অক্টোবর থেকে ইসরায়েলের সামরিক অভিযানে গাজায় কমপক্ষে ৩৪হাজার ১৮৩ জন নিহত হয়েছে, যাদের বেশিরভাগই মহিলা এবং শিশু।

মঙ্গলবার জারি করা সর্বশেষ মন্ত্রকের টোল পূর্ববর্তী ২৪ ঘন্টায় কমপক্ষে ৩২ জন মারা গেছে।

ইসরায়েলের সামরিক বাহিনী গাজা উপত্যকায় ২০০ দিনে প্রায় ৭৫ হাজার টন বিস্ফোরক ফেলেছে, এর বেশিরভাগ বেসামরিক অবকাঠামোকে ধ্বংসস্তূপে পরিণত করেছে।

এসজিএন

Loading


শিরোনাম বিএনএ