28 C
আবহাওয়া
৮:২৯ পূর্বাহ্ণ - এপ্রিল ২৬, ২০২৪
Bnanews24.com
Home » দেশে পৌঁছেছে ড্যাশ-৮ উড়োজাহাজ “আকাশ তরী”

দেশে পৌঁছেছে ড্যাশ-৮ উড়োজাহাজ “আকাশ তরী”


বিএনএ ডেস্ক:বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ড্যাশ-৮ মডেলের নতুন উড়োজাহাজ ‘আকাশ তরী’ দেশে পৌঁছেছে।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা তানভীর আহমেদ এই তথ্য জানিয়েছেন।

গতকাল মঙ্গলবার কানাডার উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ডি হ্যাভিল্যান্ড বোম্বার্ডিয়ার অ্যারোস্পেস থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা দেয় অত্যাধুনিক এই উড়োজাহাজটি।

বিমান সূত্র বলছে, এটি বাংলাদেশ ও কানাডা সরকারের মধ্যে জিটুজি ভিত্তিতে কেনা তিনটি ড্যাশ-৮ প্লেনের দ্বিতীয়টি। ৭৪ আসন বিশিষ্ট ড্যাশ ৮-৪০০ প্লেনটি পরিবেশবান্ধব ও অত্যাধুনিক সুযোগ-সুবিধাসমৃদ্ধ। তৃতীয় প্লেনটি আগামী মার্চে দেশে আসার কথা রয়েছে।

বর্তমানে বিমান বহরে বিদ্যমান মোট উড়োজাহাজের সংখ্যা ১৯টি। এর মধ্যে চারটি বোয়িং ৭৭৭-৩০০ইআর, চারটি বোয়িং ৭৮৭-৮, ২টি বোয়িং ৭৮৭-৯, ছয়টি বোয়িং ৭৩৭ এবং তিনটি ড্যাশ ৮-৪০০ উড়োজাহাজ। নতুন প্লেন যুক্ত হয়ে সংখ্যা দাঁড়ালো ২০-এ।

Loading


শিরোনাম বিএনএ