বিএনএ, খাগড়াছড়ি : খাগড়াছড়ির মহালছড়ি ও নানিয়ারচর সীমান্তবর্তী দুরছড়ি এলাকায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) দুই সদস্যকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। বুধবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন-ইউপিডিএফের সদস্য রবি কুমার চাকমা (৬৪) ও বিমল চাকমা (৫৩)। এ ঘটনায় ত্রিপন চাকমা (৩৫) নামের আরও এক ইউপিডিএফ সদস্য নিখোঁজ রয়েছেন।
ইউপিডিএফ এর সংগঠক অংগ্য মারমা জানান, সাংগঠনিক কাজে যাওয়ার পথে দুরছড়ি এলাকায় বধুবার সকালে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা অতর্কিত গুলি চালায়। এ সময় ঘটনাস্থলেই ইউপিডিএফের সদস্য রবি কুমার চাকমা ও বিমল চাকমা মারা যান।
এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে প্রশাসনের প্রতি আহ্বান জানান ইউপিডিএফ-এর এই সংগঠক।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন।
বিএনএনিউজ/আনোয়ার/এইচ.এম/ হাসনা