36 C
আবহাওয়া
১১:১৫ পূর্বাহ্ণ - এপ্রিল ২০, ২০২৪
Bnanews24.com
Home » জাবিতে জাতীয় গণিত অলিম্পিয়াড ২৭ ফেব্রুয়ারি

জাবিতে জাতীয় গণিত অলিম্পিয়াড ২৭ ফেব্রুয়ারি

জাবিতে জাতীয় গণিত অলিম্পিয়াড ২৭ ফেব্রুয়ারি

বিএনএ, জাবি: ‘গণিতে নেই ভয়, গণিতেই বিশ্বজয়’ স্লোগানকে প্রতিপাদ্য করে আগামী ২৭ ফেব্রুয়ারি ‘জাহাঙ্গীরনগর ইউনির্ভাসিটি সাইন্স ক্লাব’ ৭ম বারের মত আয়োজন করতে যাচ্ছে ‘জাতীয় গণিত অলিম্পিয়াড-২০২১’।

রোববার (২৪ জানুয়ারি) সংগঠনটির সহকারী অফিস সম্পাদক  হাসিব আল নোমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ‘জাহাঙ্গীরনগর ইউনির্ভাসিটি সাইন্স ক্লাব’ ৭ম বারের মতে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির স্কুলের শিক্ষার্থীদের নিয়ে জাতীয় গণিত অলিম্পিয়াডের আয়োজন করতে যাচ্ছে। করোনার কারণে এবারের অলিম্পিয়াডের সমস্ত প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন হবে। বিস্তারিত তথ্য ক্লাবের ওয়েবসাইট ও ফেইসবুক ফেইজে পাওয়া যাবে।

আগামী ৩ ফেব্রুয়ারি থেকে রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হবে। পরীক্ষা গ্রহণ অনুষ্ঠিত হবে ২৭ ফেব্রুয়ারি। এছাড়া পুরষ্কার বিতরণী ১০ মার্চ করার পরিকল্পনা নিয়েছে সংগঠনটি।

এদিকে গতকাল শনিবার (২৩ জানুয়ারি) সন্ধায় ক্লাবের আসন্ন ‘৭ম জেইউএসসি জাতীয় গণিত অলিম্পিয়াডে’র প্রস্তুতি পর্বের অংশ হিসাবে ‘ ওয়ার্কশপ অন লিডারশিপ এন্ড ইঢেক্টিভ কমিউনিকেশন’ শীর্ষক একটি কর্মশালার আয়োজন করে।

ক্লাবের সভাপতি তারেক আজিজের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক জাকিরুল ইসলামের সঞ্চালনায় প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়। এতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক সভাপতি সানিউল ইসলাম সাঈদ ও সাবেক সহ-সভাপতি মো. মনিরুজ্জামান। আলোচনায় বক্তারা লিডারশিপ এন্ড ইফেক্টিভ কমিউনিকেশনের তাত্বীয় ও ব্যাবহারিক দিকগুলো তুলে ধরেন। কর্মশলায় দেশের বিভিন্ন স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সাইন্স ক্লাব স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানের জ্ঞানকে বিকশিত করা এবং বিজ্ঞানের প্রতি তাদের ভালবাসা সৃষ্টি করার লক্ষ্যে ২০১৪ সাল থেকে প্রতিবছর গণিত অলিম্পিয়াডের আয়োজন করে যাচ্ছে।

বিএনএনিউজ/শাকিল,মনির

Loading


শিরোনাম বিএনএ