19 C
আবহাওয়া
৩:৩৩ অপরাহ্ণ - জানুয়ারি ২৩, ২০২৫
Bnanews24.com
Home » চট্টগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনা : দুইজন নিহত 

চট্টগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনা : দুইজন নিহত 

নওগাঁয় ট্রাক চাপায় নিহত ২

বিএনএ,চট্টগ্রাম : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। বুধবার (২২ ডিসেম্বর) রাত ১টার দিকে সাতকানিয়া উপজেলার ছদাহায় মিঠাদিঘী এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার হরিপুর এলাকার তোফায়েল আহমদের পুত্র তৌহিদুল ইসলাম (২৮) ও একই এলাকার নুর হোসেনের পুত্র সালাউদ্দিন (২৫)।

দোহাজারী হাইওয়ে থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।সুরতহাল শেষে মরদেহ দুটির ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়। মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলা দায়ের করা হচ্ছে বলে তিনি জানান।

বিএনএনিউজ২৪.কম/এনএএম

Loading


শিরোনাম বিএনএ