31 C
আবহাওয়া
১২:৩৯ পূর্বাহ্ণ - মে ১৬, ২০২৪
Bnanews24.com
Home » ইসলাম ও আরব বিদ্বেষি ওবামার উপদেষ্টা গ্রেপ্তার

ইসলাম ও আরব বিদ্বেষি ওবামার উপদেষ্টা গ্রেপ্তার

Stuart Seldowitz

বিশ্বডেস্ক: নিউইয়র্কের একটি আরব খাদ্য বিক্রেতাকে উদ্দেশ্য করে ৪ হাজার ফিলিস্তিনি শিশুকে হত্যা যথেষ্ট নয়, বলা  সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার উপদেষ্টা ইসলাম ও আরব বিদ্বেষি স্টুয়ার্ট সেলডোভিটজ(Stuart Seldowitz)কে পুলিশ গ্রেপ্তার করেছে। খবর আরব নিউজের।

২৩ নভেম্বর পত্রিকাটির এক প্রতিবেদনে বলা হয়,

পুলিশ জানিয়েছে, ৬৪ বছর বয়সী স্টুয়ার্ট সেলডোভিটজ(Stuart Seldowitz)কে ঘৃণামূলক অপরাধ এবং  ভীতি সৃষ্টিকারী  এবং কর্মসংস্থানে ধাক্কা দেওয়ার প্রাথমিক অভিযোগে আটক করা হয়েছে।

সেলডোভিটজ(Stuart Seldowitz)ওবামার অধীনে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের দক্ষিণ এশিয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে কাজ করেছেন এবং ১৯৯৯ থেকে ২০০৩ সাল পর্যন্ত মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ইসরায়েল ও ফিলিস্তিন বিষয়ক কার্যালয়ের উপ-পরিচালক ছিলেন।

বেশ কিছু সোশ্যাল মিডিয়া ভিডিওতে দেখা যায়, সেল্ডোভিটজ একাধিক অনুষ্ঠানে খাবার বিক্রেতার ভিতরে কাজ করা আরব ব্যক্তিকে হয়রানি করছেন।

সেলডোভিটজ ইসলামফোবিক মন্তব্যও করেছিলেন, ইসলামের পবিত্র গ্রন্থ কোরআন এবং এর নবী মুহাম্মদ(স.)কে অবমাননা করেছিলেন।

যখন বিক্রেতা বলেছিলেন যে তিনি ইংরেজি বলতে পারেন না, তখন সেলডোভিটজ(Stuart Seldowitz) তাকে “মূর্খ” বলে অভিহিত করেছিলেন।

বিএনএনিউজ২৪,জিএন

Loading


শিরোনাম বিএনএ