19 C
আবহাওয়া
২:৪৭ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » কাবুল বিমানবন্দরে গোলাগুলিতে আরও একজনের মৃত্যু

কাবুল বিমানবন্দরে গোলাগুলিতে আরও একজনের মৃত্যু

কাবুল বিমানবন্দরে গোলাগুলিতে নিহত ৩

বিএনএ, বিশ্বডেস্ক : কাবুল বিমানবন্দরে বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে দুই পক্ষের গোলাগুলিতে আরও  একজনের মৃত্যু হয়েছে। , আহত হয়েছেন তিনজন।সোমবার সকালে এ ঘটনা ঘটে।

জার্মান সেনাবাহিনীর বরাত দিয়ে রয়টার্স জানায়, গোলাগুলিতে একজন আফগান নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন এবং সংঘর্ষ চলাকালে আহত হন ৩ জন।বিমানবন্দর গেটের কাছে এ ঘটনা ঘটে।

বিমানবন্দর গেটের সামনে হুড়োহুড়িতে গত রোববার ৭ জনের মৃত্যু হয় ।  ১৫ আগস্ট তালেবান কাবুল নিয়ন্ত্রণের পর থেকে বিমানবন্দরে ২০ জন নিহত হওয়ার কথা এর আগে জানিয়েছিল তালেবান ও ন্যাটো।

আফগানিস্তান তালেবানের হাতে যাওয়ার পর দেশ ছাড়তে মরিয়া বহু মানুষ ভিড় করছে কাবুল বিমানবন্দরে। চরম বিশৃঙ্খলার মধ্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ তাদের দূতাবাস কর্মী, নাগরিক ও আফগান দোভাষীদের সরিয়ে নিচ্ছে সেখান থেকে।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ