29 C
আবহাওয়া
১২:২৬ অপরাহ্ণ - আগস্ট ১৭, ২০২৫
Bnanews24.com
Home » ভারতে চলন্ত ট্রেনে বাংলাদেশি নারীর সন্তান প্রসব

ভারতে চলন্ত ট্রেনে বাংলাদেশি নারীর সন্তান প্রসব


বিএনএ : ভারতের মুম্বাই থেকে চিকিৎসা করিয়ে কলকাতায় ফেরার পথে চলন্ত ট্রেনের মধ্যে কন্যা সন্তানের জন্ম দিলেন এক বাংলাদেশি নারী। শনিবার (২২ জুলাই) সকালে দক্ষিণ-পূর্ব রেলের মেচেদা স্টেশনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বাংলাদেশের সাতক্ষীরা জেলার বাসিন্দা ওই নারীর নাম মঞ্জিলা খাতুন। তিনি তার স্বামী রেজাউল করিমের সঙ্গে শনিবার চিকিৎসা শেষে মুম্বাই মেইল ট্রেনে হাওড়া যাচ্ছিলেন। সকাল সাড়ে ৯টায় মেচেদা স্টেশনে ঢোকার সময় মঞ্জিলা খাতুনের প্রসব যন্ত্রণা শুরু হয়। এরপর ট্রেনেই মধ্যে সন্তান প্রসব করেন ওই নারী।

হাওড়া ডিভিশন সূত্রে জানা যায়, রেল কর্তৃপক্ষ, রেল পুলিশ ও প্যাসেঞ্জার্স অ্যাসোসিয়েশনের তৎপরতায় মা ও সদ্যজাতকে বাগনানের একটি নার্সিং হোমে ভর্তি করা হয়। পরে নবজাতক ও তার মাকে কলকাতায় নিয়ে যাওয়া হয়।

নার্সিংহোম কর্তৃপক্ষ জানায়, সদ্যজাত শিশুটি প্রিম্যাচিউর তবে সুস্থ আছে। দু’ঘণ্টা মা ও শিশুকে পর্যবেক্ষণে রাখার পর তাদের কলকাতায় নিয়ে যাওয়ার পরামর্শ দেয়া হয়।

বিএনএনিউজ/এইচ.এম/ হাসনাহেনা

Loading


শিরোনাম বিএনএ