বিএনএ, ঢাকা : রাজধানীর প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলার আরও এক আসামিকে গ্রেফতার করেছে ডিএমপির বনানী থানা পুলিশ। তার নাম মো. মাহাথির হাসান (২০)।এ নিয়ে আলোচিত এ হত্যা মামলায় এখন পর্যন্ত ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (২৩ এপ্রিল) সকালে চট্টগ্রামের হালিশহর থানাধীন আজাদ টাওয়ার এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ ও মামলার এজাহারের তথ্যমতে, ১৯ এপ্রিল বিকেলে রাজধানীর বনানীতে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কের গলিতে সিঙ্গাড়া খাওয়ার জন্য গিয়েছিলেন পারভেজ। ওই সময় সেখানে দুজন ছাত্রী ছিলেন। পারভেজ ওই ছাত্রীদের দেখে ‘হাসাহাসি’ করেন বলে দাবি করে অভিযুক্ত ছাত্রীরা তাদের বন্ধুদের ফোনকল করেন। পরে বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন উভয়পক্ষকে নিয়ে মীমাংসাও করে দেয়।
কিন্তু মাহাথির, মেহেরাব ও আবুজর গিফারী হাজারীপাড়া এলাকার কিছু ছেলেকে ডেকে নিয়ে আসেন এবং পারভেজের ওপর হামলা চালান। এসময় পারভেজ বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটে দৌড়ে আসার সময় আঘাতপ্রাপ্ত হন। তারা তাকে ধারালো অস্ত্র দিয়ে বুকে-পিঠে আঘাত করে পালিয়ে যান।
হামলায় গুরুতর আহত পারভেজকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিএনএ/ওজি