39 C
আবহাওয়া
৪:৫২ অপরাহ্ণ - এপ্রিল ২৪, ২০২৪
Bnanews24.com
Home » যুক্তরাষ্ট্রের ভিক্টোরিয়া ঘাঁটিতে রকেট হামলা

যুক্তরাষ্ট্রের ভিক্টোরিয়া ঘাঁটিতে রকেট হামলা

আমেরিকার ভিক্টোরিয়া ঘাঁটিতে রকেট হামলা

বিএনএ, বিশ্বডেস্ক : ইরাকের বাগদাদ বিমানবন্দরের অদূরে মার্কিন সেনা ঘাঁটিতে অন্তত তিনটি রকট আঘাত হেনেছে। রকেট আঘাত হানার পরপরই মার্কিন সামরিক ঘাঁটি ভিক্টোরিয়াতে সাইরেন বেজে ওঠে এবং বেশ কয়েকটি মার্কিন বিমান আকাশে উড়তে শুরু করে।

আল-মায়াদিন টিভি চ্যানেল জানিয়েছে, বৃহস্পতিবার রাতে বাগদাদ বিমানবন্দরের অদূরবর্তী হাই আল ফুরাত এলাকা থেকে রকেটগুলো ছোড়া হয়েছে। কিন্তু মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা সি-আরএম এসব রকেট শনাক্ত ও ধ্বংস করতে ব্যর্থ হয়েছে।

রকেট হামলার পরপরই ইরাকি নিরাপত্তা বাহিনী তল্লাশি অভিযান শুরু করেছে। তারা রকেট লঞ্চারটি খোঁজে বের করার চেষ্টা করছে।

কয়েক দিন আগেও ইরাকে মার্কিন নিয়ন্ত্রিত বালাদ বিমান ঘাঁটিতে রকেট হামলা হয়েছে। ঐ বিমান ঘাঁটিতে মূলত মার্কিন সেনাবাহিনীর সঙ্গে যুক্ত একটি নিরাপত্তা কোম্পানির ঠিকাদারেরা বাস করেন। সম্প্রতি ইরাকে মার্কিন সেনা ও তাদের সহযোগীদের বিরুদ্ধে হামলা বেড়েছে।

গত কয়েক মাসে মার্কিন সামরিক বহর লক্ষ্য করে কয়েক দফা হামলা হয়েছে। ইরবিল ঘাঁটিতেও হামলার ঘটনা ঘটেছে।

হামলা থেকে রক্ষা পেতে ইরাকে নতুন নতুন সামরিক সরঞ্জাম এনেছে মার্কিন সেনারা, কিন্তু তাতেও শেষ রক্ষা হচ্ছে না।

ইরাকের সংসদ এর আগে মার্কিন সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাস করেছে।(পার্স টুডে)

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ