35 C
আবহাওয়া
৯:০৪ অপরাহ্ণ - এপ্রিল ২৩, ২০২৪
Bnanews24.com
Home » ৩০ বছরের মধ্যে ব্রিটেনে মূল্যস্ফীতি সর্বোচ্চ

৩০ বছরের মধ্যে ব্রিটেনে মূল্যস্ফীতি সর্বোচ্চ


বিএনএ, বিশ্বডেস্ক : গত ৩০ বছরের মধ্যে ব্রিটেনে সর্বোচ্চ মূল্যস্ফীতি দেখা দিয়েছে। দেশটিতে মাত্র দুটি খাত বাদে সবক্ষেত্রে গড়ে ৬.২ ভাগ মূল্যস্ফীতি দেখা দিয়েছে। এতে দেশটির জনজীবনে দেখা দিয়েছে বড় রকমের সংকট।

দেশটির জাতীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে- ফেব্রুয়ারি মাসে ভোক্তা মূল্য সূচক বা সিপিআই’র স্ফীতি বেড়ে ৬.২-এ দাঁড়িয়েছে। জানুয়ারি মাসে তা ছিল ৫.৫। ১৯৯২ সালের মার্চ মাসে দেশটিতে সর্বোচ্চ ৭.১ ভাগ মূল্যস্ফীতি ঘটেছিল।

পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে- ধারণার চেয়ে বেশি মূল্যস্ফীতি ঘটেছে এবং খাদ্য, কাপড়-চোপড়, জুতা ও নানা রকমের পণ্য এবং সেবাখাতের ওপর তার প্রভাব পড়েছে। শুধুমাত্র যোগাযোগ ও শিক্ষা খাতে মূল্যস্ফীতির প্রভাব পড়ে নি।

বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে, ইউক্রেন যুদ্ধের কারণে এরইমধ্যে পণ্যমূল্য বেড়েছে এবং এ ধারা অব্যাহত থাকতে পারে। সবচেয়ে বেশি সংকটাপন্ন হয়ে উঠবে বিদ্যুৎ, জ্বালানি, নিত্যপ্রয়োজনীয় পণ্য ও খাদ্যপণ্যের মতো জরুরি জিনিসপত্রগুলো।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ