32 C
আবহাওয়া
৮:০২ অপরাহ্ণ - এপ্রিল ১৮, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় আরও ৫৩ রোগী শনাক্ত

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় আরও ৫৩ রোগী শনাক্ত

চট্টগ্রামে করোনা আক্রান্ত আরও ৬৪ 

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১২৩ জনের নমুনা পরীক্ষায় ৫৩ জন করোনায় সংক্রমিত হয়েছেন। এর মধ্যে নগরীতে ৪০ জন বাকী ১৩ জন বিভিন্ন উপজেলার। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাড়াঁল ৩২ হাজার ৫৫৬ জনে।

শনিবার (২৩ জানুয়ারি) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য নিশ্চিত করেছেন। গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনায় কারও মৃত্যু হয়নি বলে জানান তিনি।

সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে বলা হয়, গতকাল শুক্রবার চট্টগ্রাম মেডিকেল কলেজে ৩৭০ জনের নমুনা পরীক্ষা করে ৭ জনের ও সিভাসুতে ৪৭ জনের নমুনা পরীক্ষা করে ২ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।

কক্সবাজার মেডিকেল কলেজে চট্টগ্রামের ১৬ জনের নমুনা পরীক্ষা করে কারও করোনা শনাক্ত হয়নি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৭৪ জনের নমুনা পরীক্ষা করে ২০ জনের ও ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৫০৭ জনের নমুনা পরীক্ষায় ১৩ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

শেভরণে ৩৬ জনের নমুনা পরীক্ষা করে ৪ জনের ও ইমপেরিয়াল হাসপাতালে ৬০ জনের নমুনা পরীক্ষা করে ৫ জনের করোনা মিলেছে।

আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ১৩ জনের নমুনা পরীক্ষা করে ২ জনের করোনা শনাক্ত হয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত চট্টগ্রামে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে মোট ৩৬৭ জন। এর মধ্যে নগরীতে ২৬৬ জন ও ১০১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ