19 C
আবহাওয়া
১২:৪৭ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » ৫ দিন ধরে খোঁজ মিলছে না ১০ বছরের শিশু নুপুরের

৫ দিন ধরে খোঁজ মিলছে না ১০ বছরের শিশু নুপুরের

৫ দিন ধরে খোঁজ মিলছে না ১০ বছরের শিশু নুপুরের

বিএনএ, চট্টগ্রাম :  আয়াতের ৬ টুকরা মরদেহ উদ্ধারের এক মাসের ব্যবধানে আরও এক শিশু নিখোঁজ চট্টগ্রামে। ৫ দিন ধরে খোঁজ মিলছে না ১০ বছরের শিশু ফারজানা আক্তার নুপুরের।গত ১৭ ডিসেম্বর চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামি থানা এলাকা থেকে নিখোঁজ হয়েছে সে।  এ ব্যাপারে বায়েজিদ বোস্তামি থানায় জিডি করেছে নুপুরের বাবা নুরুল আমিন।

নুরুল আমিন গণমাধ্যমকে জানান, গত ১৭ ডিসেম্বর বিকেল ৩টার দিকে নগরীর বায়েজিদ বোস্তামি থানার রউফাবাদ পাহাড়িকা আবাসিক এলাকার বাসা থেকে দোকানে যাওয়ার উদ্দেশ্যে বের হয় নুপুর।  এরপর থেকেই শিশুটি আর বাসায় ফিরেনি। সেদিন থেকে বিভিন্নস্থানে খোঁজাখুঁজি ও মাইকিং করেও শিশুটির কোন খোঁজ পাওয়া যায়নি। 

৫ দিন ধরে খোঁজ মিলছে না ১০ বছরের শিশু নুপুরেরনুপুরের আত্মীয় সোহাগ জানান, এখনো পর্যন্ত নুপুরের সন্ধান পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত মাসে চট্টগ্রামের আয়াত নামের ৫ বছরের এক শিশু নিখোঁজ হয়। নিখোঁজের ১০ দিন পর ইপিজেডের আকমল আলী রোড এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ