Bnanews24.com
Home » ফেডারেশন কাপ ফুটবল শুরু মঙ্গলবার
এক নজরে খেলা সব খবর

ফেডারেশন কাপ ফুটবল শুরু মঙ্গলবার

ফেডারেশন কাপ ফুটবল

বিএনএ, স্পোর্টস ডেস্ক:  আজ(মঙ্গলবার) রাজধানীতে শুরু হতে যাচ্ছে ফেডারেশন কাপ ফুটবল। বিকেল সাড়ে ৫টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এ খেলা শুরু হবে।  প্রতিযোগিতার প্রথম ম্যাচেই মুখোমুখি হচ্ছে বসুন্ধরা কিংস-রহমতগঞ্জ এম এফএস দল।

দুই ব্রাজিলিয়ান ও এক আর্জেন্টাইন খেলোয়াড় ছাড়াও বসুন্ধরায় রয়েছেন ইরানি খেলোয়াড় ডিফেন্ডার খালেদ শাফি।

অন্যদিকে একমাস ধরে ট্রেনিং করছে রহমতগঞ্জ দল। বিদেশিরা করোনার কারণে এখনও এসে যোগ দিতে পারেনি। দেশি খেলোয়াড়দের নিয়ে তারা খেলবেন আজ।

গত মৌসুমে ফেডারেশন কাপ ফুটবলের ফাইনালে চ্যাম্পিয়ান হয় বসুন্ধরা কিংস আর রানার্সআপ রহমতগঞ্জ দল।

বিএনএ/এসজিএন