17 C
আবহাওয়া
১১:০২ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » মা ও শিশু হাসপাতালে করোনা গাইনি কর্নার

মা ও শিশু হাসপাতালে করোনা গাইনি কর্নার

মা ও শিশু হাসপাতালে করোনা গাইনি কর্নার

বিএনএ, চট্টগ্রাম: করোনা আক্রান্ত প্রসূতি নারীদের চিকিৎসায় এবার চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল চালু করল অবস অ্যান্ড গাইনি কর্নার। এতে করে প্রসারিত হল করোনা আক্রান্ত গাইনি রোগীরা পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা।

হাসপাতাল সূত্রে জানা যায়, একজন প্রসূতি বিশেষজ্ঞের নেতৃত্বে ৫ জন মেডিকেল অফিসার, ৫ জন নার্স ও ৩ জন আয়া নিয়ে অবস অ্যান্ড গাইনি কর্নার। ১০টি শয্যা নিয়ে এ কর্নারটি চালু করা হয় হাসপাতালের নতুন ভবনের চতুর্থ তলায়। করোনা আক্রান্ত প্রসূতিদের নরমাল ডেলিভারি, সিজারসহ সব চিকিৎসাসেবা মিলবে এই কর্নারে।

জানা যায়, ইতোমধ্যে অবস অ্যান্ড গাইনি কর্নারে ১৭ জন করোনা আক্রান্ত প্রসূতি রোগীকে চিকিৎসা দেয়া হয়। তারমধ্যে অপারেশন হয় পাঁচটির।

মা ও শিশু হাসপাতালের ট্রেজারার রেজাউল করিম আজাদ বলেন, করোনাকালিন সময়ে গর্ভবতী মায়েদের চিকিৎসা সেবা প্রাপ্তি বেশ কঠিন হয়ে উঠেছিল। তাই গর্ভবতী মায়েদের চিকিৎসাসেবা প্রাপ্তি সহজ করতে হাসপাতালে চালু হয়েছে করোনা প্রসূতি কর্নার। কর্নারটিতে বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্স নিয়োগ দেয়া হয়েছে। আশা করছি করোনা আক্রান্ত গাইনি রোগীরা এখানে পূর্ণ সেবা পাবেন।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ