17 C
আবহাওয়া
৫:২১ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » শ্রীলঙ্কায় সরকারবিরোধী বিক্ষোভে হানা সেনাদের

শ্রীলঙ্কায় সরকারবিরোধী বিক্ষোভে হানা সেনাদের

সেনা

বিএনএ বিশ্ব ডেস্ক: শ্রীলঙ্কার বাণিজ্যিক রাজধানী কলম্বোতে সরকারবিরোধী বিক্ষোভকারীদের ক্যাম্পে হানা দিয়েছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। স্থানীয় সময় বৃহস্পতিবার (২১ জুলাই) গভীর রাতে ক্যাম্পে সেনাবাহিনী অভিযানে নামে বলে জানিয়েছেন বিক্ষোভের দুই আয়োজক।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার শপথ নেয়া প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে যে বিক্ষোভকারীদের দমনপীড়ন করছেন, তার আলামত হলো নিরাপত্তা বাহিনীকে নামানো। ঘটনাস্থলের ভিডিও ফুটেজে দেখা যায়, সশস্ত্র সেনারা ক্যাম্প উচ্ছেদের চেষ্টা করছেন। পাশেই ছিলেন বিপুলসংখ্যক পুলিশ সদস্য।

শনিবার দিনের আলো ফুটতেই সুরক্ষা পোশাকে থাকা অনেক সেনা প্রেসিডেন্ট কার্যালয়ের সামনে বিক্ষোভস্থলে যান। তারা প্রধান সড়কের উভয় পাশে স্থাপন করা বিক্ষোভকারীদের তাঁবু উচ্ছেদ করেন।

বিক্ষোভের জেরে পালিয়ে পদত্যাগ করা প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের মিত্র ও উত্তরসূরি রনিল বিক্রমাসিংহে যে শিগগিরই ধরপাকড় চালাবেন, তা নিয়ে শঙ্কা ছিল বিক্ষোভকারীদের।

বিক্ষোভের আয়োজকরা বলছেন, বৃহস্পতিবার মধ্যরাতের পর ‘গোতা গো গামা’ নামের বিক্ষোভস্থল ঘিরে ফেলেন নিরাপত্তা বাহিনীর শত শত সদস্য। পরবর্তী সময়ে ক্যাম্পের একাংশ ভেঙে ফেলেন তারা।

আয়োজকরা জানান, নিরাপত্তা বাহিনীর হাতে আহত হয়েছেন কমপক্ষে ৫০ বিক্ষোভকারী। কিছু সাংবাদিকও আহত হয়েছেন, যাদের পেটানো হয়েছে।

হাসপাতাল সূত্রগুলো জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর হাতে আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিক্ষোভের আয়োজক চামিরা দেদ্দুওয়াগে রয়টার্সকে বলেন, ‘এটা ছিল নিয়মতান্ত্রিক ও পরিকল্পিত হামলা। ‘তারা আসলে বর্বরোচিতভাবে লোকজনের ওপর হামলা চালিয়েছে। যা ঘটেছে, তা হলো ক্ষমতার সস্তা প্রদর্শন।’

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
ইন্দোনেশিয়ায় অ্যাপলের বিনিয়োগ বাড়ছে আসিয়ান চায় মিয়ানমারের জাতীয় নির্বাচনে সব দল ও মত অংশ নিক এ এফ হাসান আরিফের মৃত্যু: আজ রাষ্ট্রীয় শোক শেখ হাসিনা ও জয়ের ৩০০ মি.ডলার পাচারের অভিযোগ অনুসন্ধানে দুদক  নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান জোরদার হবে--পরিবেশ উপদেষ্টা নির্বাচনে ইভিএম ব্যবহারের আর প্রশ্নই আসে না: বদিউল আলম মজুমদার নতুন স্বরাষ্ট্রসচিব নাসিমুল গনি সুবর্ণজয়ন্তীর নামে আওয়ামী লীগের শোডাউনের প্রস্তুতি, ভিডিও পাঠানো হবে হাসিনার কাছে তথ্য উপদেষ্টার সাথে সংগীত শিল্পী রাহাত ফাতেহ আলী খানের সাক্ষাৎ দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মিরসরাইয়ের যুবক নিহত