26 C
আবহাওয়া
৪:৪৭ পূর্বাহ্ণ - এপ্রিল ১৭, ২০২৪
Bnanews24.com
Home » ইসলামই সবচেয়ে গুরুত্বপূর্ণ মঈনের কাছে

ইসলামই সবচেয়ে গুরুত্বপূর্ণ মঈনের কাছে

টেস্টে আর খেলবেন না মঈন আলী

স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ড ক্রিকেটের দুই মুসলিম নক্ষত্র মঈন আলি ও আদিল রশিদ। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেদের ধর্মবিশ্বাস নিয়ে কথা বলেন এই দুই ক্রিকেটার। সেখানে আরও একবার নিজের ধর্মভীরুতার স্বাক্ষর রাখলেন মঈন। বললেন, ইসলামই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তার ও তার পরিবারের কাছে।

দক্ষিণ আফ্রিকার বনাম ইংল্যান্ডের প্রথম ওয়ানডের ইনিংস বিরতিতে ওইন মরগানের সঙ্গে আলাপচারিতায় এসব বলেন পাকিস্তানি বংশোদ্ভূত এই অলরাউন্ডার। ধর্মবিশ্বাসের গুরুত্ব তার কাছে কতটুকু এমন প্রশ্নে মঈন বলেন, ‘এটা আমার ও আমার পরিবারের সবকিছু। আমাদের ১ নম্বর প্রাধান্য এটাই। ক্রিকেট বলুন বা অন্য কিছু, সবকিছু তার পরে আসে।’

তবে এতে কোন সমস্যা দেখছেন না মঈন, ‘ইসলামকে সবার আগে রাখার কারণে অন্য কিছু যেমন ক্রিকেটের প্রতি প্রাধান্য কিন্তু কমে যাচ্ছে না আমার। এটা আমাদের একান্ত ব্যক্তিগত বিষয়।’

কিছুদিন আগেই সতীর্থ আদিল রশিদ হজ পালন করে এসেছেন। ভারত সিরিজ সামনে থাকলেও ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ছুটি দিয়েছে চাওয়ামাত্রই। সেসময় হজ নিয়ে উৎসুক সতীর্থদের করা প্রশ্নের জবাবও দিতে হয়েছে মঈনকে।

সে স্মৃতিচারণ করে এই অলরাউন্ডার বলেন, ‘হজ ইসলামের পাঁচ স্তম্ভের একটি। এটা আপনাকে ধৈর্য ধরার ও আপনার যা-ই আছে তার জন্য স্রষ্টাকে ধন্যবাদ জানানোর শিক্ষা দেয়। ক্রিকেটার হিসেবে আমাদের রোলমডেল আছেন অনেকে। তবে মুসলিম হিসেবে নবী-রাসুলরা হলেন আমাদের রোলমডেল। রোজা রাখা, নামাজ পড়া ইত্যাদি বিষয়ে আমরা তাদের যথাসম্ভব মেনে চলার চেষ্টা করি।’

মঈন আরও বলেন, ‘রশিদ যখন ছিল না, আমাকে হজ নিয়ে অনেক প্রশ্নের জবাব দিতে হয়েছে। বিষয়টা ভালোই। এ ধরনের আলাপ খুবই গুরুত্বপূর্ণ, এটা সবাইকেই সাহায্য করে।’

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ