29 C
আবহাওয়া
৮:১০ অপরাহ্ণ - মে ২২, ২০২৫
Bnanews24.com
Home » ৪৮ ঘণ্টার জন্য আন্দোলন স্থগিতের ঘোষণা ইশরাকের

৪৮ ঘণ্টার জন্য আন্দোলন স্থগিতের ঘোষণা ইশরাকের


বিএনএ, ঢাকা : ৪৮ ঘণ্টার জন্য আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। বৃহস্পতিবার (২২ মে) বিকেলে কাকরাইল মোড়ে আন্দোলনস্থলে এসে তিনি এ ঘোষণা করেন।

ইশরাক বলেন, আমরা গণতন্ত্রে বিশ্বাসী রাজনৈতিক দল, আজকে হাইকোর্টের আদেশের পর আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে আপাতত আমরা আন্দোলন স্থগিত রাখবো। সরকারকে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণ করা হবে তারা কী করে। এরপরে তার পরিপ্রেক্ষিতে তাদের কর্মকাণ্ডের ওপর ভিত্তি করে পরবর্তী নির্দেশনা আসবে।

তবে সরকারের দুইজন উপদেষ্টার পদত্যাগের দাবি বহাল থাকবে বলেও জানান তিনি।

এদিকে, শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সাম্য হত্যার বিচারের দাবিতে সকাল ১০টা থেকে থেকে সড়ক অবরোধ করে রেখেছে ছাত্রদল।

বিকেল পাঁচটায় তারা দিনের কর্মসূচি স্থগিত করবে বলে জানিয়েছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম।

সকাল থেকে রাজধানীর প্রধান সড়কগুলো আটকে থাকায় তীব্র ভোগান্তি হয় মানুষের।

শাহবাগের দুটি হাসপাতালে আসা রোগীরাও তীব্র ভোগান্তির মুখোমুখি হয়েছেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ